ক্যাবারে
সন্ধ্যে নামলে জেগে ওঠে বিলাসী বকুল - মেঘ ভর করে তৃষিত হৃদয়ে।
কাকতাড়ুয়ার ক্যানভাসে মিশে থাকে - সহস্রাব্দ ইতিহাস।
ক্যাবারে বেজে ওঠে - মখমলে ঢাকা খুন। ভুলে যেতে চাই রক্তাক্ত
বেদনা - অ্যালকোহলিক সুরে।
এখানে, আমরা ক্ষুধা মিটাতে চাই:ক্রেতা বিক্রেতা।
বিষাক্ত ছোবলে নীল হলেও - মনোরঞ্জন প্রতিষ্ঠার প্রতিযোগিতা।
পাপবোধ-অপরাধ-ঈশ্বর ম্রিয়মাণ এখানে,
উজ্জল শূন্যতার বুক।
সাগর
বুক ভর্তি ফসফরাসের ফেনা তুলে -
তুমি আঁচড়ে পড়ো উপকূলে।
তোমার বিশালতা ধোঁয়াশার মত -
যেন অসীম এক বিষ্ময়।
তুমি ধারণ করে আছো -
ধরণীর প্রাণ।
গভীরতার ভাঁজে ভাঁজে ছড়িয়ে আছো -অপার সম্ভাবনার সৌন্দর্য।
তুমি চির যৌবন;নীল জলে ভালবাসে উৎসুখ পর্যটক।
তোমার স্পর্শে অষ্টাদশী রমণী -
পরম পুলকে স্নানে নামে।
এ এক সৌন্দর্যের রহস্যময়তা -
তরী বইয়ে দেয় বুকে ভাস্কো দা গামা।
তুমি তো জলজ সামুদ্রিক এক -
তোমার অঙ্গ জুড়ে বিচিত্র আভাস।
আহ্বান
ভয় ও ভীতি সঞ্চারিত হলে যেমন আমরা ফিরে যাই এবাদতখানায়।
তোমরাও কি ফিরে যেতে চাও?
পুরনো প্রেমিকার হৃদয়ে।
ম্যাপল উদ্যানে শুয়ে আছে ক্ষুধার কান্না।
পূর্ণিমা মেঘে ডেকে ওঠে পিউকাহা - এসো সমূয়েল,
মিলিত হও বিষন্ন আঁধারে।
ব্যাথা ছুটে গ্যাছে শুক্রানুর মগজ বয়ে।
আজ এখানে দো-ভাষীর প্রয়োজন নেই।
চোখ বলবে মনস্তাত্ত্বিক যত যাপিত শিৎকার।