ছবি : অনুষ্ঠানের
ঢাকা : গত ২৯ শে মার্চ, ২০১৯ যুগলবন্দী আয়োজিত গান ও আড্ডার ১০ম আসর "জন্মভূমির গান" অনুষ্ঠিত হয়।
শ্রোতাদের উপস্থিতি দেশ ও মাটির এই আয়োজনকে করে প্রাণবন্ত। আসরে গান পরিবেশন করেন শান্তা আসমা, অরুপ বিশ্বাস, শাহীনূর বালা, শাহনাজ আক্তার, সুজয় সাহা, মায়িশা ফাহমিদা এষা, মিয়া নূর, সুমন মুহাম্মদ হাফিজ, কাকলি দত্ত, ফারজানা দিবা, পাপিয়া রায়, ইসরাইল হোসেন, মো: শাহীনূর ইসলাম, আরিফ চৌধুরী পলাশ এবং তজিরুল ইসলাম।
তবলায় ছিলেন তমাল হাসান ও বিনয় সরকার। কীবোর্ডে ছিলেন রিফাত হোসেইন। পারকেশনে ছিলেন জহিরুল ইসলাম উজ্জ্বল।
বরাবরের মতই অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিনয় সরকার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তমাল হাসান।
উপস্থাপনায় ছিলেন সাফায়েত ঢালী। সার্বিকভাবে সহযোগিতা করে সাম্পান শিশু কিশোর সংগঠন। সবশেষে সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে "জন্মভূমির গান" আসরের সমাপ্তি হয়।