যুগলবন্দী আয়োজিত গান ও আড্ডার ১২তম আসর "চিরস্মরণীয় ২য় পর্ব" অনুষ্ঠিত
যুগলবন্দী আয়োজিত গান ও আড্ডার ১২তম আসর "চিরস্মরণীয় ২য় পর্ব" অনুষ্ঠিত

গত ১৮ই অক্টোবর, ২০১৯ যুগলবন্দী আয়োজিত গান ও আড্ডার ১২তম আসর "চিরস্মরণীয় ২য় পর্ব" অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি আয়োজন করা হয় ওপার বাংলা অর্থাৎ ভারতবর্ষের গুণী প্রয়াত শিল্পীদের উৎসর্গ করে। শ্রোতাদের উপস্থিতি এবং শিল্পীবৃন্দের পরিবেশিত ভারতবর্ষের কালজয়ী বাংলা গান এই আয়োজনকে করে প্রাণবন্ত।

আসরে গান পরিবেশন করেন শরীফ টিপু, লাকী স্বপন, সাগর জামান, ইসরাত জাহান, শাহনাজ আক্তার, অরুপ বিশ্বাস, লিপি প্রধান, মায়িশা ফাহমিদা এষা, সুজয় সাহা, পাপিয়া রায়, মিয়া নূর, কাকলি দত্ত, মুহিত মিলকী, সুমন মোহাম্মদ হাফিজ, আল আমিন, তমাল হাসান, বদরুজ্জামান তুষার, বুবলি হোসেন, প্লাবিতা দাস ইম্তি ও ইসরাইল হোসেন এবং কবিতা আবৃত্তি করেন মোস্তফা আনোয়ার।

তবলায় ছিলেন তমাল হাসান ও বিনয় সরকার। কীবোর্ডে ছিলেন রিফাত হোসেন। পারকেশনে ছিলেন জহিরুল ইসলাম উজ্জ্বল।

বরাবরের মতই অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিনয় সরকার।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তমাল হাসান। উপস্থাপনায় ছিলেন সাফায়েত ঢালী। সার্বিকভাবে সহযোগিতা করে সাম্পান শিশু কিশোর সংগঠন। সকলের কাছে, বিশেষ করে শিল্পীবৃন্দের কাছে তাদের সার্বিক সহযোগিতার জন্য যুগলবন্দী পরিবার আন্তরিক ভাবে কৃতজ্ঞ।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান