যুগসাগ্নিক একুশে সম্মাননা পাচ্ছেন কবি জাকির জাফরান
যুগসাগ্নিক একুশে সম্মাননা পাচ্ছেন কবি জাকির জাফরান

ছবি: কবি জাকির জাফরান

কবি জাকির জাফরান তার প্রথম কাব্যগ্রন্থ ‘সমুদ্রপৃষ্ঠা’র জন্য পাচ্ছেন যুগসাগ্নিক একুশে সম্মাননা-২০১৮। আগামী ২০ ফেব্রুয়ারি ঢাকার কাঁটাবনে অবস্থিত 'কবিতা কাফে'তে এক অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেয়া হবে। এবারেই যুগসাগ্নিক একুশে সম্মাননা বাংলাদেশে অনুষ্ঠান করে প্রদান করা হচ্ছে। ওই দিন কবিতা পাঠেরও আয়োজন করছে কলকাতার যুগসাগ্নিক।

জাকির জাফরান প্রথম দশকের কবি। জন্ম ৪ আগস্ট ১৯৭৫, সিলেট। ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর। তার কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে : সমুদ্রপৃষ্ঠা [২০০৭, গদ্য পদ্য], নদী এক জন্মান্ধ আয়না [২০১৪, গদ্যপদ্য], অপহৃত সূর্যাস্তমণ্ডলী [২০১৫, চৈতন্য]।



সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান