রজব বকশী এর গুচ্ছকবিতা
রজব বকশী এর গুচ্ছকবিতা

কবি : রজব বকশী


অদম্য পিপাসা

প্রশ্নগুলো উত্তরের অপেক্ষায় বিষতিতা সময়ের ঢেউ নদীর নৈকট্যবোধে চৈতন্যের তীর ঘেঁষে নোঙরের গান
শেষাবদি হৃদয়ের আলোজলে ভিজেপুড়ে হাওয়াবাজি করে শিকড় সন্ধানী শ্বাস প্রশ্বাসে উতল বিমূর্ত সমুদ্রে মিশে একাকার হয়ে জীবনকে বিশালত্ব দান করে যায়
আর বলে জলবিন্দু ছাড়া জগত অসার জন্মমৃত্যু নেই
এই শরীর মনের যতো ইচ্ছে ফুলপাখি প্রাপ্তি ও অপ্রাপ্তি
সকল কিছুর মূলে জলের নিপুণ কারুকাজ খেলা করে
দৃশ্য অদৃশ্য চৈতন্যে অবচেতন রহস্যে স্পর্শ ও অস্পর্শে
অপার প্রশ্নের সব উত্তর মিলে না তবু অদম্য পিপাসা
শেষ সময় পর্যন্ত জীবন নিঙড়ে খুঁজে ফিরে একবুক
প্রত্যাশায় গন্তব্যের ভিতরে বাইরে যতোটুকু সাধ্য আছে

মুক্তির সংগ্রাম

সেই ডাকে সাড়া দিয়েছিলো দূর সাগরের ঢেউ
আমাদের নদীনাম সমুদ্রে হারিয়ে গর্জে মুক্তির সংগ্রাম
উঁচু শিরদাঁড়া সূর্য ছুঁয়েছিলো বলে নয়মাসের বীরত্বে
লেজ গুটিয়ে পালায় অন্ধকার কুলাঙ্গার ফেউ
এক একটি বাঙালি হয়ে ওঠেছিলো লাল সবুজ পতাকা
পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের হৃদয় পাখি হয়ে উড়ে
তাই প্রতিদিন ভোরবেলা আলোপাখিদের কিচিরমিচির
মনে হয় তোমাদের গান শুনে ঘুম ভেঙে যায়
আর শিশির জড়ানো ঘাসবন থেকে উঠে আসে
মাবোনের অশ্রুভেজা আলোর চিৎকার
এই আকাশ বাতাস ইতিহাস স্বাক্ষী হয়ে আছে
আমাদের অস্তিত্বের পরতে পরতে বীরগাথা অমলিন

একটি নদীর উপকথা

যে নদীর উপকথা বারবার তোমাকে বলেছি
সেই নদীতে এখনো পাল তোলা নৌকা বয়ে যায়
উৎসব মুখর সেই পরাণ ঘাটের মাঝি স্বপ্নমনোহর
কখনো উত্তাল ফণাময় ঢেউ তীর ভাঙে গড়ে
কখনোবা শান্তধারা স্রোতস্বিনী ধীরে বহমান
উজান ভাটির টানে একজীবনের সাথে মিশে একাকার
এপার ওপার করে আজ বড় ক্লান্ত মাঝি নিঃসঙ্গ একাকী
সেই নদী ভাঙনের শব্দ প্রতিটি নিঃশ্বাসে শুনতে কি পাও?

স্বপ্ন ফেরিওয়ালা

পাথর ভাঙার শব্দে দীর্ঘশ্বাস পাখি হয়ে উড়ে
অথচ আকাশ ছুঁতে পারে না পাখিরা

ঘাম শুকিয়ে বাজারে ঢুকতেই ফের ঘেমে ওঠে
মৌলিক চাহিদাগুলো ডানা পেয়ে যায়
ব্যাগভর্তি দীর্ঘশ্বাস নিয়ে ঘরে ফিরে
স্বপ্ন ফেরিওয়ালার দল

অনটনের বিশাল অজগর এক ফুঁসে ওঠে
ঘরদুয়ার পেঁচিয়ে নীলকষ্ট ঢেউ
ওরা বুঝি পাথরের নিকট আত্মীয়
যদি বুকের আগুন জ্বলে ওঠে কারো রক্ষা নেই

অনিশ্চিতের পথে

আজ ভোরের হাওয়া ফিসফিস করে
আরেকটি দিন ওঠে
দাঁড়ালো সমুখে

হাঁটবে তোমার হাত ধরে সারাদিন
ঘামের নহরস্রোতে ভাসবে সময়
উড়বে তোমার সাথে স্বপ্নডানা মেলে বহুদূর

এই দিনের সঞ্চয়ে দুর্দিনের পথ
আলোয় ভরিয়ে দিবে মনে হয়
এই প্রত্যাশায়-
অথচ নিশ্চিত করে
বলতে পারে না কেউ
এই দিন আগামীর কাছে পৌঁছাতে পারবে কিনা


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান

Error
Whoops, looks like something went wrong.