রবীন্দ্র নজরুল বাংলা গান সন্ধ্যা
রবীন্দ্র নজরুল বাংলা গান সন্ধ্যা

৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে ছায়ানট মিলনায়তনে পরম্পরা কালচারাল সোসাইটি আয়োজিত "রবীন্দ্র নজরুল বাংলা গান সন্ধ্যা" অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ফাইন এন্ড পারফর্মিং আর্টস অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান (সংগীত) অধ্যাপক ডক্টর প্রদীপ কুমার নন্দী। এ ছাড়াও ছায়ানট সংস্কৃতি-ভবনের মিলনায়তনে অনেক গুনীজনের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রজন্মের প্রতিশ্রুতিশীল দুজন কণ্ঠশিল্পী, সুমন মুহাম্মদ হাফিজ ও মহুয়া মঞ্জরী সুনন্দা। তবলায় সহযোগিতা করেন সুবীর ঘোষ, কীবোর্ডে রবিন এবং গিটারে এস এম নাসির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়ন্ত রায়। সাউন্ড সিস্টেমে সমির সাউন্ড ও ক্যামেরায় ছিলেন বাবুল হোসেন। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করে "কায়াকল্প", একটি অনলাইন বিজনেস প্লাটফর্ম।

রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত ও আধুনিক বাংলা গান মিলিয়ে দুজন শিল্পীর সংগীত পরিবেশনায় এই দুইটি ঘন্টা যেন নিমিষেই শেষ হয়ে যায়। রাত্রী সাড়ে আটটায় অনুষ্ঠানটি দুজনের দৈত্য সংগীত পরিবেশনের মাধ্যমে সমাপ্ত হয়।

আনন্দের অনুভব হলো সকল শ্রোতা প্রতিটি গান শ্রবণ করেছেন ও মুগ্ধ হয়েছেন। শিল্পীরা দুজনেই শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এর সংগীত বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান