রাজশাহীতে জীবনানন্দ কবিতা মেলা
রাজশাহীতে জীবনানন্দ কবিতা মেলা

রাজশাহীতে শুরু হয়েছে দুইদিনব্যাপী কবি জীবনানন্দ দাসের কবিতা মেলা। কবিকুঞ্জের আয়োজনে কবিতার মেলার প্রতিপাদ্য শঙ্খমালা কবিতার শেষ লাইন ‘এ পৃথিবী একবার পায় তারে, পায় নাকো আর’। শুক্রবার সকালে নগরীর শাহমখদুম কলেজে মেলার উদ্বোধন করেন কবি সরোজ দেব। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবিকুঞ্জের সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রামানিক। কবিতা মেলায় কবি মাহবুবুর রহমান বাদশাহ ও সরোজ দেবকে কবিকুঞ্জ পদক ২০১৮ প্রদান করা হয়। এছাড়া মেলা উপলক্ষে কবি জীবনানন্দ দাসের কবিতার বই নিয়ে নগরির শাহমখদুম কলেজে বসেছে দুইটি স্টল।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান