রুদ্রাক্ষ রায়হান এর তিনটি কবিতা
রুদ্রাক্ষ রায়হান এর তিনটি কবিতা

কবি : রুদ্রাক্ষ রায়হান


আসুন গাঁজা খাই, গান গাই

আমাদের তর্ক হতে পারে ব্যালটের অহেতুক অপচয় নিয়ে!
তুমুল বৃষ্টিতে ধর্ষিতা মেয়েটি কেন ওড়না ছাড়া বাইরে গেল এমন বাদল দিনে?
সৌদি গ্রান্ড মুফতি আবার কোন ভুল ফতোয়া দিলো?
এইসব হাবিজাবি কথার সাথে পাঁচ টাকার রং চা আমাদের সচেতনতার ঘোষনা দিক।

এখন বৈশাখেও কুক্কুর উঠে যায় কুক্কুরীর পিঠে!
আর মানুষের বুকে ওঠে সরকারী বুলেটের দাগ
চুদির ভাই ভাগ! দেশ ছেড়ে পালা
খানকির পোলা তুই গলা নামিয়ে কথা বলবি
এক নেতার এক দেশ।

এইসব বায়বীয় চোদাচুদিতে পরাগায়ন হবেনা মহাদেব।
বীর্যেই হয়না এখন, পেট থেকে বের হলো ভাসুরের ছেলে,
আরে শুনুন মশাই এডিসন কাভানি খুব ভালো খেলে;
আজ আমরা ফুটবল নিয়ে আলোচনা করব কেমন!

আমার শিরোনামহীনের গান ভালো লাগে;
আপনার প্রিয় হলো মহাগুরু জেমস
জানেন আমরা শৈশবে গানের কলি খেলতাম
অ্যান্ড আদার চাইল্ডহুড গেমস;

এখনো বেকার, এই যে কথা বলছি আদতে কাজ কর্ম নাই;
তারচেয়ে শাহবাগ চলুন, একটু গাঁজা খাই, গান গাই।



হোয়াইট বোর্ড

আমরা সূর্য ভেবে এক অস্থায়ী মশালের পিছে ছুটছি;
আমাদের পেছন পেছন ছুটে আসছে তুমুল আঁধার!
আমরা দিকভ্রান্ত মানুষেরা সূর্যকে হত্যা করার পর মশালের পূজা করি;
অথচ শপথ করেছিলাম, আমরা অবিনশ্বর কোনকিছু চাইবো।

বিব্রত বাতাসের তোড়ে উড়ে গেছে সমস্ত সম্ভ্রম;
কথা ছিলো সকাল এলেই কাপড় তুলে নেব
কিন্তু আমাদের পৃথিবী সকাল চিনতে ভুলে গিয়েছিলো তাই
আমরা এখন রাত্রির পূজা করি।

আমরা ভেবেছিলাম পথগুলো ঠিক হয়ে যাবে!
কেউ একজন শিখিয়ে দেবে মসৃণ হাঁটাচলা;
কেউ একজন এখনো আসেনি,
আমাদের চারপাশে কাঁটা দিয়ে বেড়া দেয়া আছে।

এখন গারদ সময় যাক!
স্থায়ী  ইমপ্রিজনমেন্টই এখন একমাত্র নিয়তি!
এখন আমরা রুটির সাথে হেমলকের সালাদ ঘষে খাই;
অবিরাম ঘৃণা বুকে মৃত্যুও সরে গেছে দূরে।


বিজ্ঞাপন

বাজারে বিক্রি হয় হর্স পাওয়ার ম্যাসাজ অয়েল।
রাস্তার পাশে বসে সান্ডার তেলের দোকান;
আপনার স্ত্রী আমার মা, মায়ের বুকে বাঘ হয়ে বাঁচুন।

আমরা প্রার্থনায় ঘোড়ার শিশ্ন চাইতাম;
আর চাইতাম বহুক্ষন স্থায়ী সঙ্গম;
গুগলে সার্চ দিতাম লেডিস সেক্স উইথ হর্স!
আমরা মনে প্রাণে এক একজন বহুগামী ঘোড়া।

আমাদের টেলিভিশনে ভেসে আসে ইট্স নটি ওয়ার্ল্ড।
কনডমে লেখা থাকে লং লাষ্টিং ডটেড;
আমরা আধুনিক হয়েছি অনেক, তবু সময় কমাতে চাইনি।

আমাদের স্ত্রীরা এক একটি ব্লাকহোল যেন;
অন্তত আমরা এরকমই ভাবি;
আমরা মনে করি সবকিছু ঢুকে যাবে ৫ মি.মি দরজার ভেতর।

সংসারে প্রেম দিতে চেয়েছি আমরা;
আমাদের বিশ্বাস আমরা দীর্ঘস্থায়ী ঘোড়া হলে সংসারে সুখ নেমে আসবে
আমরা তাই কনডম, তেল, আর মলমের বিজ্ঞাপন দেখি!
অথচ আমরা বানাতে পারতাম চুমু শেখার ক্লাস।

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান