রুদ্র সুশান্ত এর কবিতা
রুদ্র সুশান্ত এর কবিতা
পদ্মটা স্পর্শ করার অধিকার দিও

আমাদের শোকের প্রকোষ্ঠে জমা আছে  একটি নীলাভ "পদ্মফুল" 
বহুকাল ছুঁই ছুঁই করে ছোঁয়া হয়নি, হৃদয় তৃষ্ণার্ত কঠোর তপস্যা করছে রাত্রিদিন, বহুকাল গগনতলে উদ্দীপ্ত সংগ্রাম চলেছে অনবরত। 
আমাদের পঞ্চ অভিপ্রায়ে বিচ্যুত হতো "পদ্মফুল" - ছুঁতে পারিনি একবারও।
আমি রুপবতীর দেবদূত হতাম, ভালোবাসার মণি-মালঞ্চ জড়ায়ে দিতাম-
বসন্তের অজেয় তৃপ্তিসুধায়। 

গভীর শূণ্যতার নির্যাস ছুঁয়ে যেতো আমাদের রঞ্জন রশ্নির অনুজ্জ্বল জীবনকে।
মোহনীর মুখশ্রীতে থাকাতাম না, পদ্মিনীর প্রতিজ্ঞা রক্ষা করো পদ্মনাথ। 
আমাদের "পদ্মফুল" এখনো ছোঁয়া হয়নি, পদ্মকোষে পদ্মাসনে শায়িত আছেন স্বয়ং বুদ্ধদেব। 

এখানে বিচিত্র ঋতুময় দেশে আমাদের  শবযাত্রায় "পদ্মফুল" দিও,  একটি পদ্মের নিখাদ রেখা দিও,
সূর্য আমাদের আলো দিও,
ঈশ্বর একটি পদ্মফুলের অভিশাপ দিও,
জীবন মহাসমুদ্রের বিশ্রান্ত যামিনীতে একটি পদ্ম স্পর্শ করার অধিকার দিও,
একটি কোমল পদ্ম স্পর্শ করার  হিংস্র ক্ষুধা নিবারণ করিও, নয়তো পদ্মতলে আমাকে আসন দিও,
ক্রমাগতভাবে শান্তির অস্পরী ছড়ায়ে চুম্বনের চঞ্চল মোহ নিও
পদ্মটা স্পর্শ করার অধিকার দিও, 

শান্তিদূত হয়ে হে মহান-
 শান্তিধামে তুমি শান্তিময় শান্তপাঠ  নিও।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান