ছড়াকার : রেবেকা ইসলাম
প্রশ্নপত্র ফাঁস
দেশের নতুন সমস্যা আজ
প্ৰশ্নপত্র ফাঁস
গুটিকয়েক লোকের কাছে
লক্ষ মানুষ দাস।
ভর্তি হওয়ার পরীক্ষাতে
কিংবা চাকরি পাওয়ায়
কিছু টাকা করলে খরচ
প্রশ্ন মেলে হাওয়ায়।
প্রতিবছর নতুন আশা
নতুন বাণীর ধারা
শিক্ষা হবে শঙ্কামুক্ত
কলঙ্কের দাগ ছাড়া।
কিন্তু বছর ঘুরে যেতেই
আশার গুড়ে বালি
কালো থাবায় কলঙ্কিত
কলম খাতা কালি।
আতঙ্কিত অভিভাবক
আতঙ্কিত শিশু
প্রশ্নটা ফাঁস কেমনে হলো?
এটাই কমন ইস্যু।
মিছিল মিটিং মিডিয়াতে
প্রতিবাদের ঝড়
প্রশাসনের টনক নড়ে
প্রশ্নফাঁসের পর।
একের ঘাড়ে আরেকজনের
দোষের আরোপ শুরু
পেছন থেকে হেসে মরে
আসল নাটের গুরু।
দাম বেড়েছে দাম কমেছে
দাম বেড়েছে বিজলি গ্যাসের
তরকারি ডাল চালের
দাম কমেছে মধ্যবিত্তের
অবস্থা হালচালের।
দাম বেড়েছে তামাক বিড়ি
খয়ের খোলাপানের
দাম কমেছে ক্ষমতাহীন
গরিব পোলাপানের।
দাম বেড়েছে তোষামুদের
তেলচুয়ানো উপরির
দাম কমেছে সৎ চাকুরে
নাসির আলির খুপরির।
দাম বেড়েছে চৌধুরি খান
তরফদারের বুদ্ধির
দাম কমেছে রহিম করিম
জালাল কলিমুদ্দির।
সঙ্গী
সারাদিনই দেখছি আমি
ভাইয়া,বড়,মেঝবুকে
কান লাগিয়ে ইয়ারফোনে
ভাইবারে বা ফেসবুকে।
ব্যস্ত বাবার হাঁটাহাঁটি
কোথায় বাবা? কোনখানে?
কুঁচকানো চোখ উঁচু স্বরে
লেটেস্ট মোবাইল ফোন কানে।
আম্মু বিজি দেখতে টিভি
সনি টিভি,জলসাতে
চুলোয় খাবার পুড়ছে,কারণ
কাজের মেয়ের দল সাথে।
সবার ছোট আমি খোকা
একাই পড়ি,খাই,খেলি
একা একা সময় কাটে
সঙ্গী আমার সাইকেলই।
নাই নাই
মানিব্যাগে মানি নাই
ট্যাংক,কলে পানি নাই
রাগী খিটখিটে সব
মুখে মধুবাণী নাই।
নুন কম ,চাল নাই
তেল শেষ, ডাল নাই
মাঝনদে সংসারে
নৌকাতে হাল নেই।
ঘরে ছেলে, কাজ নাই
ন্যুব্জ দেহে ঝাঁজ নাই
চিন্তিত ঘরণীর
পোড়ামুখে সাজ নাই।
মাস শুরু টাকা নাই
সুখ ঝাঁকানাকা নাই
এলোমেলো ঘরদোর
পরিপাটি থাকা নাই।
ভাংতি সব ক্যাশ নাই
চুল্লিতে গ্যাস নাই
অভাবের সংসারে
বেদনার শ্যাষ নাই।
রাজিয়া নাজিয়া
কাজ করে রাজিয়া
করে না সে কাজিয়া
ভোরে উঠে পরোটা ডিম
সুজি রাখে ভাজিয়া।
বিবিসাব নাজিয়া
বসে থাকে সাজিয়া
সারাদিন হেডফোনে
গান যায় বাজিয়া।