লন্ডনে 'তাসাদ্দুক আহমদ শিল্প-সংস্কৃতি পুরস্কার' পেলেন বিশ্বজিত সাহা
প্রবাসে বাংলা, বাঙালি ও বাংলাদেশের পক্ষে গত তিন দশক ধরে নিরলস কাজ করে
যাচ্ছেন বিশ্বজিত সাহা। বাংলা উৎসব ও বইমেলার আয়োজনসহ বিচিত্র সব কাজ করে
যাচ্ছেন তিনি।
এই বিষয়ে দেশে-প্রবাসের প্রায় প্রতিটা বাঙালি অবগত।
তার
কর্মের স্বীকৃতির অংশ হিসেবে ইংল্যান্ডে প্রথম বারের মতো প্রবর্তিত
'তাসাদ্দুক আহমদ শিল্প-সংস্কৃতি পুরস্কার' পেয়েছেন মুক্তধারা নিউইয়র্ক এর
কর্ণধার বিশ্বজিত সাহা।
লন্ডনে ৮ম বইমেলা উপলক্ষে ঘোষিত হয়েছে এই
পুরস্কার। ২৩ ও ২৪ সেপ্টেম্বর রবি ও সোমবার এই মেলা অনুষ্ঠিত হয়েছে। আয়োজন
করেছে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ, ইউকে।