লালন ফকিরের প্রয়াণ দিবস উপলক্ষে সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজে এক সেমিনার করেছে বাংলা বিভাগ। সেমিনারে লালন ফকিরের উপর প্রবন্ধপাঠ ও জামালপুর লালন একাডেমির সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হয়।
বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ আবদুল করিম মিঞার 'লালন ফকিরের দর্শন ও আমাদের সমাজ' শীর্ষক প্রবন্ধপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল হাই আলহাদীর সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী ও উপাধ্যক্ষ প্রফেসর মো: হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন কলেজ শিক্ষক সংসদের সম্পাদক মোহাম্মদ মানোয়ার হুসেন। প্রবন্ধ নিয়ে আলোচনা করেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ হায়দার। সেমিনারটির সঞ্চালক ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক স্বরূপ কুমার কাহালি।
এসময় উপস্থিত ছিলেন কবি মাহবুব বারী, কবি আহমদ আজিজ, কবি রাজন্য রুহানি প্রমুখ।
সেমিনার শেষে জামালপুরের লালন একাডেমি লালনের গান নিয়ে এক মনোজ্ঞ সংগীত পরিবেশন করে।