শব্দ সেতু - ইসমত শিল্পী
শব্দ সেতু - ইসমত শিল্পী

কবি :  ইসমত শিল্পী

সেই থেকে সেতু গড়ার কাজেই ব্যস্ত রয়েছি

চোখের দুধারে কান্নার আঁচড় মলিন করেছে ভ্রু

নিজেকে পরিচর্যা করতেও ইচ্ছে করে না আর

কপালে  পরাগ রাঙানো পথে অদৃশ্য আাঁধারের গুঞ্জন

বছরের বারো মাস যেনো শীতকাল হয়ে লেগে আছে ঠোঁটে

জীবনেরও শিল্প ছিলো কত তা কী ভুলে গেছো !

শব্দ দিয়ে আজীবন রচেছি উঠোন ঘরবাড়ি বারান্দা

ফুল লতা-পাতা চায়ের কেটলি রঙচটা চামচ চিনির বয়াম

সিলেটের খাঁটি চা পাতা সব নিয়ম মাফিক সাজানো

আসবাব বলতে যা বোঝায় ওসব তা নয়

আমার আসবাব পুরোনো বই ভাঙা আলমারির তাক

অনার্স ক্লাসের ক্লাসনোট জীর্ণ ডাইরি

বাদবাকি ঘরময় ছড়ানো ছিটানো অঢেল শব্দ

পায়ের সাথে পা জড়িয়ে থাকার মতোই আদুরে, রোদমাখা ছোট্ট টেবিল টা

ডাইনিং থেকে টেনে আনা চেয়ারে মধ্যরাত অবধি

শব্দের সাথে কথাবলাবলি আমার প্রধান প্রেম

এদের কে ছেড়ে যাবো কোথায় ? কোত্থাও যাবো না আমি

যাবোই বা কোথায়

যদি সময় হয় পদ্মার চরে পা ডুবিয়ে বসে থাকবো

কোন এক শ্রাবণিক পূর্ণিমায়

 

গতজীবনের চরম অতৃপ্তিকে অকাতরে ভাসাবো পদ্মায়

সাথে যাবে তো; আমার শব্দ রা ?


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান