শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৫ নং গ্যালারি ঘুরে এসে
শারমিন রহমান, জেলা প্রতিনিধি:
পেন্সিল
এক আবেগের নাম,পেন্সিল এক স্বপ্ন পূরণের নাম,পেন্সিল এক অনুপ্রেরণার নাম,
পেন্সিল এক ভালোবাসার নাম,পেন্সিল একটা সমস্ত জীবনের নাম।২০১৬ সালের ১২
সেপ্টেম্বর যাত্রা শুরে করে সামাজিক যোগাযোগ মাধ্যমম ফেসবুক ভিত্তিক
গ্রুপ" পেন্সিল"।
পেন্সিল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক
আসকার ইবনে ফিরোজ জানান, অল্প কয়েকজন মিলে ২০১৬ সালে আমরা এই পেন্সিল
গ্রুপটি তৈরি করি। শুরু থেকেই এর উদ্দেশ্য ছিলো ফটোগ্রাফার, নতুন লেখক,
নতুন ভয়েস আর্টিস্টদের জন্য একটি প্লাটফর্ম তৈরি করার। আমরা সেটি চেষ্টা
করছি। আমরা চাই এটি বিশ্বের বাংলা ভাষাভাষি মানুষের মাঝে ছড়িয়ে দিতে। সেই
লক্ষ্যেই কাজ করে যাচ্ছে পেন্সিল। বর্তমানে পেন্সিল ১ লক্ষ সদস্যের একটি
একান্নবর্তী পরিবারের নাম। ৯ থেকে ১৩ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমির
জাতীয় চিত্রশালায় পেন্সিলের ২য় বর্ষপূর্তি উৎসব আয়জিত হয়। পাঁচদিনব্যাপী
এই বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ছিল আলোকচিত্র ও চিত্র প্রদর্শনী,শিশুদের জন্য
আর্ট ক্যাম্প। এ আয়োজনে নবগঠিত পেন্সিল প্রকাশনির ব্যানারে প্রকাশিত হয়
নতুন ৮ টি বই।
মোঃ ইফতেখার হোসেইন নূর এর গল্পগ্রন্থ" ডাহুকেরা ভিজে যায়",
নিবেদিতা আইচের গল্পগ্রন্থ " কিছু গল্প অবাঙমুখ", তাবাসসুম নাজ এর মিথলজি
উপন্যাস" হেডিসের রাজ্যে", লুনা নুসরাত এর উপন্যাস" শোধ", এফ কে সয়ফল এর
রম্য " চিত্ত বিক্ষেপ", অসীম মুরশেদ,লুনা লাবিব ও রাজিব বিশ্বাসের
"নৈঃশব্দের অনুরণন" তিন কবির কবিতা সংকলন, মাহমুদ রেজার ছড়ার বই" ছড়ার
মেলা",রিদওয়ান আক্রাম এর শিশুতোষ গল্প "ফাইজা আর চড়ুই মশাই।"
১৩ অক্টোবর
সমাপনী অনুষ্ঠানে পেন্সিল সদস্যদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক
অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৯ থেকে ১৩ অক্টোবর দেশের বিভিন্ন প্রান্তের
পেন্সিলরদের পদচারনায় মুখরিত ছিল শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা।
পেন্সিলের
এই আয়োজনের মিডিয়া পার্টনার একুশে টিভি। এছাড়াও মিডিয়া পার্টনার হিসেবে
কাজ করেছে কালের কণ্ঠ, বাংলা ট্রিবিউন এবংএবিসি রেডিও।