শিল্পী মোস্তাফিজুল হকের প্রথম ভার্চুয়াল ও ত্রিমাত্রিক একক চিত্র প্রদর্শনী
শিল্পী মোস্তাফিজুল হকের  প্রথম ভার্চুয়াল ও ত্রিমাত্রিক একক  চিত্র প্রদর্শনী

বাংলাদেশে এই প্রথম চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হকের ভার্চুয়াল ত্রিমাত্রিক একক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হতে যাচ্ছে আগামী ১৫ জুন ২০২০, যা শেষ হবে ৩০ জুন ২০২০ খৃস্টাব্দ। চিত্রকর্মর বিষয়ঃ বৈশ্বিক দূর্যোগের গতিপ্রকৃতি অর্থাৎ Pandemic Mood। প্রদর্শনীটির আয়োজন করছে চিত্রকলা গ্যালারি, ঢাকা। চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের একজন সম্মানিত সিনিয়র শিক্ষক। তাঁর মধ্যে রয়েছে অসাধারণ সাংগঠনিক ক্ষমতা। তিনি বাংলাদেশ চারুশিল্পী সংসদের প্রতিষ্ঠাতা কনভেইনার এবং পরবর্তীতে সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের অংকন চিত্রায়ন বিভাগের এলামনাই এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। শিশু-কিশোরদের চিত্রাঙ্কন শিক্ষার বিষয়ে তাঁর বেশ গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দেশ স্বাধীনের পর ঢাকায় তিনি বেশ কিছু মানসম্পন্ন চিত্রাঙ্কন বিদ্যালয় গড়ে তোলেন। তাঁর পরিচালনায় সেগুলি এখন প্রতিষ্ঠিত সচল রয়েছে। বাংলাদেশের প্রথম সৃজনশীল বেসরকারি বিশ্ববিদ্যালয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি' তিনি বোর্ড অব ট্রাস্টি এবং সম্মানিত উপদেষ্টা। সত্যি বলতে কী, তিনি একজন আপাদমস্তক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। শুধু তাই নয়, তিনি একজন সৌখিন সংগীত শিল্পীও বটে। বন্ধুমহলে ঘরোয়া গান আড্ডায় তাঁর গাওয়া গান, বিশেষ করে রবীন্দ্রসংগীত সকলকে মুগ্ধ করে। এই শখের বসেই নিজের কন্ঠে একটি রবীন্দ্রসংগীতের অডিও অ্যালবামও প্রকাশ করেন তিনি। একক চিত্রপ্রদর্শনী ছাড়াও বিভিন্নক্ষেত্রে তাঁর পদচারণা বিশেষভাবে লক্ষ করা যায়। এই ভয়াবহ করোনাময় সময়কে কাজে লাগিয়ে তিনি যে সকল চিত্রকর্ম সম্পাদন করেন তা দিয়ে চিত্রকলা গ্যালারি মূলত এই চিত্র প্রদর্শনীটির আয়োজন করেছে। তিনি সাধারণত পশু-পাখির ছবি আঁকতে ভালবাসেন, এছাড়াও তাঁর এবসট্রাক্ট চিত্রাঙ্কনে বিশেষ দক্ষতা গুনীদের মুগ্ধ করে। ভাললাগার বিষয়, এই চিত্র প্রদর্শনীটির ছবি বিক্রয়ের পঞ্চাশ শতাংশ অর্থ করোনা আক্রান্ত এবং দুস্থদের মাঝে বিতরণ করা হবে। সদ্য প্রয়াত, সুন্দরবন কুরিয়ার শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: ইমামুল কবীর শান্তকে এই চিত্র প্রদর্শনীটি তিনি উৎসর্গ করেন। উক্ত সময়ে এই ভার্চুয়াল থ্রিডি প্রদর্শনীটি ফেইসবুক, ইউটিউব লাইভ ওয়েবসাইট ভার্চুয়াল ৩৬০ ট্যুরএর মাধ্যমে ২৪ ঘন্টা প্রদর্শন করা হবে।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান