শিশুসাহিত্যিক অদ্বৈত মারুতের মা আর নেই
শিশুসাহিত্যিক অদ্বৈত মারুতের মা নূরজাহান বেগম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে সিরাজগঞ্জের বাগবাটিতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
গত ২৮ জুলাই স্ট্রোকে আক্রান্ত হন নূরজাহান বেগম। এর পর ক্রমে তার আরও শারীরিক নানা জটিলতা দেখা দেয়।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ আসর পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হবে।