শিশুসাহিত্যিক আলী ইমামের জন্মদিন আজ
পাঁচ শতাধিক বইয়ের লেখক বিশিষ্ট শিশুসাহিত্যিক, শিশু সংগঠক ও
গণমাধ্যম ব্যক্তিত্ব আলী ইমামের ৬৬তম জন্মদিন আজ। ১৯৫০ সালের এই দিনে তিনি
ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। শিশু সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০০১) এবং শিশু একাডেমি শিশুসাহিত্য
পুরস্কার (২০১২) ছাড়াও বিভিন্ন পুরস্কার লাভ করেছেন। শিশুসাহিত্যিক হিসাবে
জাপান ফাউন্ডেশনের আমন্ত্রণে ২০০৪ সালে তিনি জাপান ভ্রমণ করেন।
কিশোর বয়স থেকেই তার শিশুসাহিত্য চর্চা শুরু। ১৯৬৮ সালেই তিনি
পূর্ব-পাকিস্তান শিক্ষা সপ্তাহে বিতর্ক এবং উপস্থিত বক্তৃতায় চ্যাম্পিয়ন
হন। ১৯৮৬ সালে ইউনেস্কো আয়োজিত শিশুসাহিত্য বিষয়ক প্রকাশনা কর্মশালায়
অংশগ্রহণ করেন। এ ছাড়াও তিনি বাংলাদেশ স্কাউটসের প্রকাশনা বিভাগের ন্যাশনাল
কমিশনারের দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনের শেষ প্রান্তে
একাধিক স্যাটেলাইট টিভি চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব
পালনের আগে তিনি বাংলাদেশ টেলিভিশন (২০০৪-২০০৬) ও অধুনালুপ্ত চ্যানেল ওয়ান
(২০০৭-২০০৮)-এর মহাব্যবস্থাপক ছিলেন। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ‘প্রি
জুঁনেসি চিলড্রেনস টিভি প্রোডাকশন প্রতিযোগিতা’র (২০০০) জুরির দায়িত্ব পালন
করেন। টেলিভিশন ও বেতারে শিক্ষামূলক অনুষ্ঠানের নির্মাতা ও উপস্থাপক
হিসাবে তার বিশিষ্টতা বিশেষ প্রশংসনীয়