শিশুসাহিত্যিক জসীম মেহবুবের জন্মদিন আজ
শিশুসাহিত্যিক জসীম মেহবুবের জন্মদিন আজ

সাহিত্য বার্তা : বিশিষ্ট শিশুসাহিত্যিক জসীম মেহবুবের জন্মদিন আজ। ১৯৬০ সালে আজকের এই দিনে (৩ ফেব্রুয়ারি) চাঁদপুরের বাবুরহাটে তিনি জন্মগ্রহণ করেন। বাবা জামাল উদ্দিন শেখ, মা শাহাজাদি বেগম। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি তৃতীয়। বর্তমানে পরিবারসহ চট্টগ্রামে বসবাস করছেন।

দীর্ঘ চার দশক ধরে ছোটদের জন্য লিখে যাচ্ছেন শিশুসাহিত্যিক জসীম মেহবুব। তার প্রকাশিত উল্লেখযোগ্য শিশুতোষ ছড়াগ্রন্থ- সোনার বরণ পক্ষী, কান্না হাসির পান্না হীরে, তংকাসোনার ডংকা বাজে, পালকি চলে হুনহুনা, কাক গিয়েছে কাকির বাড়ি। প্রকাশিতব্য বই- খোকন যাবে চাঁদের নায়ে (কিশোর কবিতা) এবং রাজকন্যা সুনয়নার স্বপ্ন (গল্প)। জন্মদিন পালন সম্পর্কে তিনি বলেন, ‘মজার ব্যাপার হলো আজ আমার ২য় ছেলেরও জন্মদিন, তাই অনুভূতি ভিন্নরকম। অনেক শুভেচ্ছা পাচ্ছি। ঘটা করে কিছু করি না। তবে বাসায় ছোট পরিসরে হলেও ঘরোয়া আয়োজন থাকে।’ সরকারি চাকরি থেকে অবসর নিয়ে ছোটদের জন্য প্রচুর লেখালেখি করবেন বলে ইচ্ছা প্রকাশ করেন তিনি। সাহিত্য বার্তা পরিবারের পক্ষ থেকে শিশুসাহিত্যিক জসীম মেহবুবকে জন্মদিনের শুভেচ্ছা।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান