শুভজন পদক পেলেন মুস্তাফা মনোয়ার
শুভজন পদক পেলেন মুস্তাফা মনোয়ার

সালাহ উদ্দিন মাহমুদ,ঢাকা: শুদ্ধধারার সাহিত্য সাংস্কৃতিক কর্মীদের সংগঠণ শুভজন এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১২ ডিসেম্বর বুধবার বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে “আলোড়ন” শিরোনামে শুভজনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব, শুভজন পদক-২০১৮ প্রদান ও জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে শিল্প সংস্কৃতিতে অসামান্য অবদানের প্রতি সম্মান জানিয়ে শুভজন কর্তৃক প্রবর্তিত ৫ম তম শুভজন পদক-২০১৮ দেয়া হয় দেশবরেণ্য চিত্রশিল্পী ও পাপেটশিল্পী মুস্তাফা মনোয়ারকে। শিল্পী মুস্তাফা মনোয়ারকে শুভজন পদক- ২০১৮ প্রদানের পাশাপাশি উত্তরীয় পরানের মাধ্যমে তাঁকে “শুভজন” উপাধীতেও ভূষিত করা হয়।

শুভজনের নিজস্ব ডিজাইনের একটি পদকের সাথে দশ হাজার টাকার প্রাইজমানি ও একটি সনদপত্র পদকের অন্তর্ভুক্ত ছিল । এছাড়াও শুভজন উপদেষ্টা যুগ্ম কর কমিশনার সফিউল আজমকে বিভিন্ন সাংস্কৃতিক ও সেবামূলক কাজে অবদানের জন্য শুভজন সংবর্ধনা স্মারক এবং কণ্ঠশিল্পী রুবিয়া মল্লিকাকে শুদ্ধ সংগীতচর্চার জন্য শুভজন বেষ্ট পারফর্মেন্স এ্যাওয়ার্ড প্রদান করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভুঁইয়া এনডিসি।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন, গীতিকবি সহিদুল্লাহ ফরায়জি,বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক শহীদ উল মুনির,কথাসাহিত্যিক মইনুদ্দিন কাজল,কেন্দ্রীয় ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামানসহ শিল্প সংস্কৃতি জগতের আরও অনেকেই।

শুভজনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তরুণ রাসেলের পরিচালনায় শুভজন সভাপতি কবি নইম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন শুভজন পদক-২০১৬ প্রাপ্ত গুণীজন কবি কাজী রোজী এমপি।

অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভুঁইয়া এনডিসি বলেন-

“মানবিক মানুষ চাই”এই শুভ প্রত্যয় নিয়ে এগিয়ে চলা শুদ্ধ ধারার সাহিত্য সাংস্কৃতিক কর্মীদের সংগঠন শুভজন প্রতিষ্ঠার ছয় বছর পেরিয়ে ৭ম বর্ষে পদার্পণ করায় অভিনন্দন । দেশের সাহিত্য-সংস্কৃতি, শিল্পকলা ও সমাজ বিনির্মাণের নানা ক্ষেত্রে অবদান রাখার অঙ্গিকার নিয়ে শুভজনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব আলোড়ন উদযাপনে আমার পক্ষ থেকে অফুরন্ত শুভকামনা । আমার বিশ্বাস মুক্তিযুদ্ধয়ের চেতনাকে লালন করে দেশিয় সাহিত্য ও সংস্কৃতি চর্চায় শুভজন সব সময়ই তৎপর থাকবে । শুভজন তাদের এ শুভ উদ্যোগ নিয়ে অনেকদূর এগিয়ে যাক এই প্রত্যাশা রইলো ।

শুভজন পদক প্রাপ্তির পর শিল্পী মুস্তাফা মনোয়ার তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন –

আমাদের সমাজে শুভজনের বড়ই অভাব। মানব সেবার নামেও চলে অমানবিকতা । অনেকেই নিজের প্রচার ও স্বার্থসিদ্ধির জন্য আনুষ্ঠানিকভাবে মানবসেবার আয়োজন করে । যেখানে মানুষ সেবা পায় যৎসামান্যই। শুভজনের কাছে আমি কৃতজ্ঞ আমাকে সম্মানিত করবার জন্য । মানবিক হওয়ার ব্রত নিয়ে তাঁরা যে শুদ্ধতার আন্দোলন শুরু করেছেন তার সাথে আমি একাত্মতা পোষণ করছি । শুভজন মানুষের মাঝে মানবিকতা ও দেশপ্রেম জাগিয়ে তুলুক সেই কামনা করি ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শুভজনের জ্যেষ্ঠ সহ সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার জয়ন্ত ভট্টাচার্য। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন সংগীতশিল্পী রুবিয়া মল্লিকা, জাহিদ হোসেন, শায়লা রহমান, সুমন শীল, লামিসা,ইমন ও রাজসী । আবৃত্তি করেন নিপা চৌধুরী, নাসিরুদ্দিন শাহ, রেহান রুবেল, হীরা মনি, ইসরাত মিতু ও সৃজা ভট্টাচার্য।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান