শুভ জন্মদিন কবি বেলাল চৌধুরী
শুভ জন্মদিন কবি বেলাল চৌধুরী

কবি বেলাল চৌধুরীর (১৯৩৮-২০১৮) জন্মদিন আজ। একুশে পদকপ্রাপ্ত এ কবি সাংবাদিক, প্রাবন্ধিক, অনুবাদক ও সম্পাদক হিসেবেও খ্যাতিমান। ষাটের দশকের ‘হাঙরি জেনারেশনের’ কবি বলা হয় তাকে। তিনি বাংলা সাহিত্যের বোহেমিয়ান কবি হিসেবেও পরিচিত।

বেলাল চৌধুরীর জন্ম ১৯৩৮ সালের ১২ নভেম্বর ফেনী জেলার শর্শদি গ্রামে। তিনি দীর্ঘ পাঁচ দশক কবিতা, সাংবাদিকতা, গবেষণা, প্রবন্ধ, রচনা, অনুবাদসহ বিভিন্ন সাহিত্য পত্রিকায় সম্পাদকের দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের পত্রিকা ‘ভারত বিচিত্রা’র সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া সাপ্তাহিক সন্দ্বীপ, সচিত্র সন্ধানী সম্পাদনা করেন। বেশ কিছুকাল তিনি ভারতের কলকাতায় বসবাস করেন। সে সময়ে কলকাতার আনন্দবাজার পত্রিকা, অমৃত বাজার, যুগান্তর, সাপ্তাহিক দেশ ও কৃত্তিবাসে লেখালেখি করেন।

বেলাল চৌধুরীর প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে- নিষাদ প্রদেশ, বেলাল চৌধুরীর কবিতা, আত্মপ্রতিকৃতি, স্থির জীবন ও নিসর্গ, স্বপ্নবন্দী, যাবজ্জীবন সশস্ত্র উল্লাস, বত্রিশ নম্বর, সেলাই করা ছায়া। ২০১৪ সালে তিনি একুশে পদক লাভ করেন।

২০১৭ সালের আগস্টে কিডনিজনিত সমস্যার কারণে বেলাল চৌধুরী হাসপাতালে ভর্তি হন। তারপর থেকেই শারীরিক অবস্থা খুব খারাপ হতে থাকে। ২০১৮ সালের এপ্রিল মাসে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল এবং ২৪ এপ্রিল বেলা ১২টায় ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা যান তিনি।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান