শেরপুরে ১৩তম বাংলা সাহিত্য সম্মেলন
শেরপুরে ১৩তম  বাংলা সাহিত্য সম্মেলন

ছবি : অনুষ্ঠানের

‘মুক্তিযুদ্ধের চেতনায় জেগে ওঠো বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে শেরপুরে ১৩তম বাংলা সাহিত্য সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পৌর টাউন হল মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন প্রখ্যাত ছড়াকার, শিশুসাহিত্যিক ও যুগান্তরের ফিচার এডিটর রফিকুল হক দাদুভাই। এতে প্রধান অতিথি ছিলেন কবি মারুফুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন কবি হানিফ খান। কবি সংসদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি এ সম্মেলনের আয়োজন করে। সার্বিক ব্যবস্থাপনা করে সংগঠনের শেরপুর জেলা শাখা।

সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কনক, সহ-সভাপতি আমিনুল রানা, সাংগঠনিক সম্পাদক বাপ্পী সাহা, সদস্য হানিফ খান, আসাদ কাজল, সাব্বির রেজা,  কবি বাপ্পি সাহা, ছড়াকার সরকার জসীম, স্বপন ধর, কুমকুম কবির, সেলিমা রশিদ, সাহাবউদ্দিন আহমেদ, তালাত মাহমুদ, ছোটকাগজ রচয়িতার সহযোগী সম্পাদক, ছড়াকার আজিজ আহমেদ প্রমুখ।

সম্মেলনে কবি ক্ষমা চক্রবর্তী, হাসানুজ্জামান শরাফত, আশরাফ আলী, নুরুল ইসলাম, শ্যামলী মালাকার ও মোস্তাফিজুল হককে কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার দেয়া হয়। সম্মেলনে বিভিন্ন জেলা থেকে প্রায় ২০০ কবি অংশগ্রহণ করেন।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান

Error
Whoops, looks like something went wrong.