সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের সম্মেলন অনুষ্ঠিত
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের সম্মেলন অনুষ্ঠিত

ছবি : সম্মেলন কক্ষ, লন্ডন 


সাহিত্য বার্তা , লন্ডন থেকে: সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৮ জানুয়ারি সোমবার দ্বি-বার্ষিক সম্মেলনে ফারুক আহমদ-কে প্রেসিডেন্ট, ইকবাল হোসেন বুলবুল-কে জেনারেল সেক্রেটারি ও কে এম আব্দুল্লাহ-কে ট্রেজারার করে ২৭ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির উপদেষ্টা পরিষদে আছেন: আব্দুল গাফফার চৌধুরী, কাদের মাহমুদ, শামীম আজাদ, হামিদ মোহাম্মদ ও সুজাত মনসুর।

এছাড়া কমিটির অন্যান্যরা হলেন- ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম, কাজল রশিদ, আবুল কালাম আজাদ ছোটন। এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি- মোসাহিদ খান ও স্মৃতি আজাদ। ট্রেজারার- কে এম আব্দুল্লাহ। এসিস্ট্যান্ট ট্রেজারার- সৈয়দ হিলাল সাইফ। অর্গানাইজিং সেক্রেটারি- আনোয়ার শাহজাহান। এসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি- আনোয়ারুল ইসলাম অভি। মিডিয়া এন্ড পাবলিকশনস সেক্রেটারি- শামীম শাহান। এসিস্ট্যান্ট মিডিয়া এন্ড পাবলিকশনস- জুয়েল রাজ। মেম্বারশিপ সেক্রেটারি- মোহাম্মদ মুহিত। ফান্ড রাইজিং সেক্রেটারি- মোহাম্মদ শরিফুজ্জামান। ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি- হেনা বেগম। ইসি মেম্বার- ইসহাক কাজল, ময়নুর রহমান বাবুল, আতাউর রহমান মিলাদ, মোহাম্মদ ইকবাল, মুকিত চৌধুরী, আবু তাহের, রুহুল আমিন রুহেল, ফারাহ নাজ, শামীম আহমদ, সাগর রহমান, মোস্তাফা জামান নিপুন।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান