সময়ের অসুখ - নাজমা আলী    
সময়ের অসুখ - নাজমা আলী    

আমি তো ওর প্রতি ফিদা হতে পারি, 
সময়ের অসুখে শরীর জুড়ে মনের বিলাপ। 

বৃথা স্বজন আমার নেই অসমাপ্ত জীবন 
 আর বট গাছের গোড়ায় ধূপ জ্বেলে প্রার্থনার মরণ।

 তবুও জ্ঞানী ব্যক্তির মৌলিক অবস্থানের ভিড়ে-
তুমি আমায় আর কখনও ভালোবাসোনি;
ড্রেক-ভক্ত তরুণ আমার স্বপ্নগুলো নিলো কেড়ে। 

কথাও মন খারাপ খবর শুনি পদধ্বনি আজো 
আমি একটু অসুস্থ হয়ে পাশ কাটিয়ে শুই।

আমি তো ওর প্রতি ফিদা হতে পারি!
আচ্ছা আমি কী চেষ্টা করে দেখবো? 
তার মুখোমুখি দাঁড়ায় সন্ধ্যা টিপে আলো জ্বলে ওঠে আরেকটা মুসাফির বিদায় নেয় ইতিহাসে থেকে 
তখন আমার সাত বছরের প্রতিটি বসন্ত এসে 
ঢাকা পড়ে, শেষে আমার মৃত্যুর সংবাদ এলো!
এলোপাতাড়ি গগন পথিকে চুম্বন করে বলে, 
তুমি তো অসময়ে এসে পড়েছো!

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান