জীবনের ৫২ টি বছর পেরিয়ে এসে কবি সরকার আমিন পেছন ফিরে চাইলেন। জীবনের টুকরো টুকরো ঘটনা মনে করার চেষ্টা করলেন। পুরনো বকুল কুড়িয়ে তিনি গেঁথেছেন এক সুগন্ধি মালা, নাম ‘এ জার্নি বাই লাইফ’। সরকার আমিনের এই আত্মজীবনী প্রকাশ আর ৫২ তম জন্মদিন উদযাপন হচ্ছে একসঙ্গে।
বিশ্বসাহিত্যকেন্দ্রের বাতিঘরে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজন করা হয়েছে ‘এ জার্নি বাই লাইফকে’ কেন্দ্র করে প্রকাশনা আড্ডা। সরকার আমিনের কর্ম ও লেখকজীবনের বন্ধু-শুভানুধ্যায়ীরা এই আয়োজনের উদ্যোক্তা।
এদিন মনখোলা আড্ডায় প্রাণখোলা হাসিতে সরকার আমিনের জন্মদিনটি তারা পালন করতে চান লেখকের ‘এ জার্নি বাই লাইফ’ বইটি হাতে নিয়ে।
এবারের জন্মবার্ষিকী সরকার আমিন পালন করছেন আসল জন্মদিনের দুদিন আগেই। ১৯৬৭ সালের ২৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা মাস্টার্স শেষ করে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। কবিতা, প্রবন্ধ, অনুবাদ ও গবেষণাগ্রন্থ মিলিয়ে তার ২৫টি বই প্রকাশিত হয়েছে।
বর্তমানে সরকার আমিন বাংলা একাডেমির উপপরিচালক পদে কাজ করছেন।