প্রচ্ছদসহ
শিক্ষক, লেখক ও বুদ্ধিজীবী সলিমুল্লাহ খানের নতুন বই প্রকাশ হতে যাচ্ছে, শিরোনাম ‘প্রার্থনা’।
লেখকের ফেসবুক পেজে বইটির ঘোষণা এসেছে মঙ্গলবার। প্রকাশ করছে মধুপোক। পরিবেশনায় থাকছে নামি প্রকাশনা সংস্থা আগামী প্রকাশনী।
সেখানে আরও বলা হয়, “আট বছর পর সলিমুল্লাহ খানের নতুন বই ‘প্রার্থনা’।” তবে বইটি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি ওই পোস্টে।
প্রচ্ছদে বইটিকে ‘জাতীয় সাহিত্য ২’ উল্লেখ করা হয়েছে। এর আগে ‘জাতীয় সাহিত্য ১’ হিসেবে প্রকাশ হয় ‘আহমদ ছফা সঞ্জীবনী’।
‘আহমদ ছফা সঞ্জীবনী’তে জাতীয় সাহিত্য সম্পর্কে বলা হয়- “সলিমুল্লাহ খানের লেখা গ্রন্থমালার মধ্যে বাংলায় ‘জাক লাকাঁ বিদ্যালয়’ ও ‘ইতিহাস কারখানা’ আর ইংরেজিতে ‘একবালনামা’। এক্ষণে তাঁহার ভাষা ও সাহিত্য বিষয়ক লেখা লইয়া আরেকটি গ্রন্থমালা। নাম ‘জাতীয় সাহিত্য’।
সাহিত্য যেমন শুদ্ধ সাহিত্য নহে ভাষাও, তেমনি ‘জাতীয়’ মানেও নিছক বাংলা সাহিত্য নহে, স্বদেশি বিদেশি নির্বিশেষে ‘জনসাধারণের’ সাহিত্য। আরো কাদামাখা ভাষায় ‘ছোটলোকের’ সাহিত্য। জাতি বলিতে আমরা সাধারণত ছোটলোক বুঝিয়া থাকি। আমাদের কাছে জাতীয় সাহিত্য মানে তাই ছোটলোকের তথা সাধারণের সাহিত্য। আহমদ ছফার রচনা কিংবা তাঁহার স্মৃতি লইয়া সলিমুল্লাহ খান অদ্যাবধি যাহা কিছু লিখিয়াছেন তাহা দিয়া জাতীয় সাহিত্য গ্রন্থমালার প্রথম গ্রন্থ আহমদ ছফা সঞ্জীবনী।”
সেখানে গ্রন্থমালার দ্বিতীয় ও তৃতীয় বইয়ের নাম যথাক্রমে ‘বাংলামদ’ ও ‘বাংলার মুসলমানি’ উল্লেখ করা হলেও এবার প্রকাশ হচ্ছে ‘প্রার্থনা’।