সাউন্ড বাংলা পাণ্ডুলিপি পুরস্কার-২০১৮ এর পাণ্ডুলিপি আহ্বান !
সাউন্ড বাংলা পাণ্ডুলিপি পুরস্কার-২০১৮ এর পাণ্ডুলিপি আহ্বান !

‘বাংলা ভাষায় বিশ্ব...’ এই শ্লোগানকে লালন করে ২০০৬ সাল থেকে প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা যাত্রা শুরু করেবাংলা ভাষাসাহিত্যের জন্য নিবেদিত লেখক-কবি-সাহিত্যিকদেরকে অনুপ্রাণিত করতে ২০১৪ সালে প্রবর্তিত হয় ‘সাউন্ডবাংলা পান্ডুলিপি পুরস্কার’ ।  এবার পুরস্কার দেয়া হবে- কথাসাহিত্য, কবিতা, প্রবন্ধ, নাটক, শিশুসাহিত্যে সাংবাদিকতায়।

অপ্রকাশিত পাণ্ডুলিপি পাঠাতে হবে চলতি বছরের ৩০ অক্টোবরের মধ্যে

জুড়ি বোর্ডের মাধ্যমে বাছাইকৃত পুরস্কারবিজয়ী শ্রেষ্ঠ লেখকদের নাম ঘোষণা করা হবে

জমাকৃত পাণ্ডুলিপি থেকে জুড়িবোর্ডের মাধ্যমে প্রতিবিভাগে জন করে শ্রেষ্ঠ হিসেবে মনোনীত করা হবেপুরস্কারের জন্য পাঠানো পাণ্ডুলিপি পুরস্কার ঘোষণার আগে অন্যকোনো প্রতিষ্ঠানে পাঠানো যাবেনা।মনোনীত পাণ্ডুলিপি একুশেগ্রন্থমেলা-২০১৯ গ্রন্থ আকারে প্রকাশ করা হবে।

সাউন্ডবাংলা, ৩৩ তোপখানা রোড(মেহেরবা প্লাজা, নিচতলা) ঢাকা ১০০০ soundbangla.tv@gmail.com ঠিকানায় কম্পোজ করে পাণ্ডুলিপি পাঠানো যাবে। অথবা ফোন করতে পারেন ০১৯৭২৭৪০০১৫ নম্বরে

এবারের পুরস্কার আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে সাউন্ড বাংলা সাহিত্য উৎসবে মনোনীতদের হাতে পুরস্কার ক্রেস্ট, সনদপত্র ও নগদ ৫ হাজার টাকা তুলে দেয়া হবে


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান