গতকাল রাজধানী ঢাকার বড় মগবাজারে সিভিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো সাহিত্য সংগঠন সাহিত্যবন্ধন এর ১৯তম আসর ৷ অনুষ্ঠানে কবি, লেখক, পাঠক, প্রকাশকদের মিলন মেলায় সমৃদ্ধ হয়েছিল আলোকিত সন্ধ্যা৷
বিকাল ৫.৩০ থেকে রাত ৯.০০ পর্যন্ত প্রাণবন্ত সঞ্চালনার মাধ্যমে অয়োজন সম্পন্ন হয়৷ একজন কবি’র একটি লেখা বই আকারে প্রকাশনার পর পাঠকের হাতে তুলে দেওয়া পর্যন্ত যে জার্নি সেই জার্নির অজানা অনেক তথ্য উঠে আসে আলোচনা ও মতবিনিময়ে৷ যা আমাদের সমৃদ্ধ করে৷ আলোচনার মধ্যমণি বিশিষ্ট শিশুসাহিত্যিক জনাব ‘রহীম শাহ্ ‘র জ্ঞানগর্ভ আলোচনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে৷
শারদীয় নাড়ু উৎসব এর পাশাপাশি আকর্ষন ছিল কেক কাটা পর্ব৷ বিগত কিছুদিনে সাহিত্যবন্ধন কেন্দ্রীয় কমিটির যাদের জন্মদিন ছিল, সবার নাম উল্লেখ পূর্বক কেক কাটা হয়৷ সাথে চমৎকার কফি পান৷ সংগঠনের সভাপতি জেসমিন দীপার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব রহীম শাহ্ , অরুন কুমার বিশ্বাস, দেবাশিস ভট্টাচার্য্য, মো. মকবুল হোসেন বকুল, মিলি হক , হাসিনা হাসি, প্রনব মজুমদার, বাবুল আনোয়ার, খন্দকার মাহমুদুল হাসান, এস এম মহিউদ্দীন কলি, মঈন মুরসালিন, নাফে নজরুল, মো. আল আমিন, হাসান রাউফুন, ফারজানা ইয়াসমিন, এস আই জনি, মাসুদা আক্তার লিজা, রুহুল আমীন রোদ্দুর, অমিত কুমার কুন্ডু, মো. মনিরুজ্জামান, মো. ফারুক আহম্মেদ, মো. মাজেদুল হাসান, মো. আব্দুল হালিম, সঞ্জয় মজুমদার, অদ্বৈত মারুত, চপল মাহমুদ, হাসিন মোয়াজ্জেম, রিজভী আহমেদ জিব্রান, মনসুর আহমেদ, জহির হোসেন, ইয়াসিন মোল্লা , তানভীর মোরশেদ, জসিম আলী সহ আরো অনেকে৷ উপস্থিত সবাই সুন্দর বক্তব্য ও কবিতা পাঠ করেন৷ কবি হাসিনা হাসির কবিতা কোলাজ ছিল অনবদ্য৷