সাহিত্যবার্তার আয়োজনে কবির সঙ্গে কবিতায় আড্ডায়
সাহিত্যবার্তার আয়োজনে কবির সঙ্গে কবিতায় আড্ডায়

অনুষ্ঠানের ছবি


জামালপুরের ইসলামপুরে গত ১২ এপ্রিল ওয়েবম্যাগ সাহিত্যবার্তার আয়োজনে কবির সঙ্গে আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডার মধ্যমণি ছিলেন কবি অরবিন্দ চক্রবর্তী ও কবি নীহার লিখন।

আড্ডার শুরুতেই পরিচয় পর্বের সময়ে কবি অরবিন্দ চক্রবর্তীর ও  কবি নীহার লিখনের হাতে সাহিত্যবার্তার পক্ষ থেকে গিফস তুলে দেন কবি ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল ও কবি মো. আব্দুল হাই আলহাদী ।

এরপর কবি অরবিন্দ চক্রবর্তীর হাতে  ‘ময়ূখ’ পত্রিকা তুলে দেন সহ-সম্পাদক আশরাফুর রহমান খান। কবি নীহার লিখনের হাতে তুলে দেন পত্রিকার উপদেষ্টা ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল।

অনুষ্ঠানের সমন্বয়ক রচয়িতা ও অনলাইন সাহিতত্য পোর্টাল  সাহিত্যবার্তার সম্পাদক  ও কবি আরিফুল ইসলাম চৈত্রের প্রায় শেষ বিকেলে কবিতার পসরা নিয়ে হাট বসান ব্রহ্মপুত্র কালচার একাডেমি কক্ষে।

অনুষ্ঠানকে কথামালায় মুখরিত করেন ছন্দে-ঝিনাই সম্পাদক ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল, কবি আব্দুল হাই আলহাদী, নাট্যনির্মাতা সৈয়দ মাসুদ রাজা, কবি অরবিন্দ চক্রবর্তী, কবি নীহার লিখন, ময়ূখ সম্পাদক ভোলা দেবনাথ, কবি রাজন্য রুহানি, কবি তোফায়েল হোসেন, গল্পকার আমিনুল রহমান লরেন্স, ছড়াকার আজিজ আহমেদ প্রমুখ।

কবিতা পাঠ করেন আশরাফুর রহমান খান, আমিনুর রহমান লরেন্স, রাজন্য রুহানি, আজিজ আহম্মেদ, লিখন প্রমুখ।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান