ছবি : নেট থেকে
আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১৭-এর জন্য মনোনিত হয়েছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং বুলবুল সরওয়ার।
সিরাজুল ইসলাম চৌধুরী তার প্রবন্ধ ‘অবিরাম পথ খোঁজা’ এবং বুলবুল সরওয়ার তার ভ্রমণকাহিনী বিষয়ক গ্রন্থ ‘স্বপ্নভ্রমণ জেরুজালেম’ বইয়ের জন্য এ পুরস্কার পাচ্ছেন। আইএফআইসি ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দেশবরেণ্য সাহিত্যিক ও সাহিত্য সমালোচকদের নিয়ে গঠিত নির্বাচকমণ্ডলী আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কারের জন্য প্রত্যেক বছর বাংলাদেশে প্রকাশিত বাংলা ভাষার সেরা দুই বই নির্বাচন করেন।
অতি শিগগিরই অনুষ্ঠানের মাধ্যমে ২০১৭ সালের জন্য মনোনীত দু’টি বইয়ের লেখকদের নগদ পাঁচ লাখ টাকা (প্রতিটি বইয়ের জন্য), সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে। অর্থমূল্যে আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কারই বাংলাদেশের সবচেয়ে বড় সাহিত্য পুরস্কার।
‘আইএফআইসি ব্যাংক সৃজনশীল সাহিত্যের সহযাত্রী’- স্লোগান নিয়ে বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের সাহিত্য চর্চাকে উৎসাহিত করতে ২০১১ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে।