সম্মাননা গ্রহণের সময় কবি ও কথাসাহিত্যিক নাহিদা আশরাফী
সাহিত্যবার্তা নিজস্ব: এ সময়ের বরেণ্য কবি ও কথাসাহিত্যিক নাহিদা আশরাফী । ইতোমধ্যে তাঁর লেখা দেশ বিদেশে সাহিত্য প্রেমীদের নজর কাড়তে সক্ষম হয়েছে । কুড়িয়েছেন বিভিন্ন সময় সাহিত্যের জন্য অনেক সম্মাননা । এবার পেলেন প্রতিবেশি দেশ কলকাতার স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান 'অনুষা'র পক্ষ থেকে তার সাহিত্য পত্রিকা জলধি'র জন্যে 'সাহিত্য সহযাত্রী সম্মাননা'২০১৯ । গত ২৭ জুলাই ২০১৯ শনিবার বিকেল পাঁচটায় কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুণা সেন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা তাঁর হাতে তুলে দেয়া হয়।
সম্মাননা প্রাপ্তির পর কবি ও গল্পকার নাহিদা আশরাফীর সাথে যোগাযোগ করা হলে তিনি তার অনূভুতি প্রকাশ করে সাহিত্যবার্তাকে বলেন-
”অনুষা - বই প্রকাশ যার কাছে শিল্পের সমাদর, আনন্দের আবাহন। এমন একটি প্রকাশনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সম্মাননা প্রাপ্তি আমার জন্যে আনন্দের। তবে এসকল প্রাপ্তি সবসময়ই সাহিত্যের প্রতি আমার দায়বদ্ধতার কথাই মনে করিয়ে দেয়। আমি কৃতজ্ঞ অনুষা'র প্রতি। অনুষার সাথে এ পর্যন্ত কাজের অভিজ্ঞতা অত্যন্ত সুখকর। জলধি ও অনুষা আগামীতে একসাথে আরো ভালো কিছু কাজ করবে এমন প্রত্যাশা রইলো। সকলের মঙ্গল হোক...একনজরে নাহিদা আশরাফীর সাহিত্যকর্ম-
গ্রন্থতালিকা
০১- এপিটাফ (কবিতা, ২০১৫) ০২-শুক্লা দ্বাদশী (যৌথ কবিতাগ্রন্থ,২০১৬) ০৩-দীপাঞ্জলি(যৌথ কবিতাগ্রন্থ,২০১৬) ০৪- মায়াবৃক্ষ- (গল্পগ্রন্থ, ২০১৬) ০৫- প্রেম নিয়ে পাখিরা যা ভাবে (কবিতাগ্রন্থ ২০১৮) ০৬- জাদুর ট্রাঙ্ক ও বিবর্ণ বিষাদেরা(গল্পগ্রন্থ ২০১৯)সম্পাদিত গ্রন্থ
০১- মুক্তির গল্পে ওরা এগারোজন (মুক্তিযুদ্ধের গল্প২০১৮) ০২- বিজয়পুরাণ (বিজয়ের গল্প সংকলন ২০১৯)সম্পাদক
জলধি- সাহিত্যের কাগজ