সেনাশাসন - হাসানআল আব্দুল্লাহ
উর্দি পরা বৃটিশ তোমাকে ছিঁড়ে ছিলো।
পাকিস্তানী জানোয়ার লুট করেছিলো দেহ।
তারপর শুরু হয় লুঙ্গি পরা মাস্তানের খেলা।
পর্তুগিজ জলদস্যু আর আরাকান থেকে আগে ভাগে আসা দুই একজন খুব বেশি সুবিধা করতে পারেনি যদিও– তথাপি তারাও রেখেছিলো নখের আচড়।
তুমি বোধের চাতালে বসে দেখেছো নিদ্রিত চাঁদ চোখের পানিতে ভিজে।
কি যে সর্বনাশ করেছে তোমার একেকটি ক্ষমতা পিপাসু স্বগোত্রীয় বাঙালী পিশাচ!
তবু তুমি কিছুই বলোনি থেকেছো নীরব,
সবিশেষ শান্ত, সাত সকালে যেমন সুপারি গাছের পাতা।