সৈয়দ মাসুদ রাজা এর কবিতা
কবি সৈয়দ মাসুদ রাজা
বাস্তবতা
উৎসর্গ: রেহেনা আক্তার ডলিকে
কবি নজরুলের তৃতীয় তিথীর
চৈতি চাঁদের দোল-
প্রিয়ার খোঁপায় তারার ফুল
অথবা-
সুনীলবাবুর বিশ্বব্রহ্মান্ড তন্ন তন্ন করে
একশ’ আটটা নীল পদ্ম দেয়ার প্রতিশ্র“তি
কিংবা-
তোমার উদাসী মনকে
শান্ত করার জন্য
বৃষ্টির ঝিরঝিরে বাতাস
তোমার শরীরে লুটাতে পারবো না-
পারবো না তোমার একটা চুমুর বিনিময়ে
পুরো ঢাকা শহর লিখে দিতে
এসবই কল্পনা।
আসলে পারবো না কিছু দিতে
নিজেকে ছাড়া।