স্বপ্নে আঁকি অতীতের পদচ্ছাপ - শাহীন রায়হান
কবি : শাহীন রায়হান
বসন্তের নীড়হারা পাখি চিরবসন্ত খুঁজি অতীতের পদচ্ছাপে
আমার চোখের কোনে দুঃসহ বেদনা অশ্রু
বুকে মৃত্তিকার আর্তনাদ
ভাবনায় পূর্বপুরুষের বিবর্ণ ফাঙ্গাস জীবন
কৈশোরে দু'চোখ ভরা অতৃপ্ত স্বপ্ন
সব পুড়ে গ্যাছে নিষ্ঠুর সভ্যতার মাতাল আতশ কাঁচে।
ইট পাথরের নগর কীর্তনে প্রিয় নদীখাল
নিঃস্তব্ধ ভূগোল মানচিত্রে।
কানামাছি কাবাডি অলৌকিক ডানা মেলে
হারিয়ে গেছে ক্রিকট বন্দনায়
নির্বাক গোকুল মাঝির স্বপ্নজাল
ঢাকা পড়েছে বেদনার পলিতে
আর আমার শৈশব সেতো মুক্ত বানিজ্য
লাভ বার্ড হয়ে উড়ে গেছে সভ্যতা থেকে নিষ্ঠুর সভ্যতায়।
তবু নিদ্রাহীন আমি নিরুত্তাপ স্বপ্নে আঁকি অবিন্যস্ত ডুবোচরে
নীল কষ্টময় অতীতের পদচ্ছাপ