ছবি : নেট
অমর একুশ গ্রন্থমেলায় জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের ‘বিশ্বাসেরই নিঃশ্বাস নাই’ নামের বই প্রকাশিত হয়েছে। প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটি এখন অমর একুশ গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে।
বইটি নিয়ে হানিফ সংকেত বলেন, মানুষ নিশ্বাসে যেমন বাঁচে, তেমনি বিশ্বাসেও বাঁচে। নানা ঘটনার মধ্যে মানুষ আঁকড়ে ধরতে চায় আত্মবিশ্বাস, পারিবারিক বিশ্বাস, সামাজিক বিশ্বাস এবং রাষ্ট্রীয় বিশ্বাসকে। কিন্তু ঘটমান নানা অঘটন কখনো কখনো বিশ্বাসের ভিত দেয় নাড়িয়ে। তার মধ্যে দাঁড়িয়ে দৃষ্টি বাড়িয়ে যা দেখেছি, যা বুঝেছি, তা নিয়ে বিভিন্ন সময় নিজের উপলব্ধির কথা লিখেছি বিভিন্ন জাতীয় দৈনিকে। কথায় আছে, নিশ্বাসের বিশ্বাস নাই, অর্থাৎ যেকোনো সময়ই নিশ্বাস চলে যেতে পারে। কিন্তু বিশ্বাস যখন বারবার অবিশ্বাস্য আঘাতে জর্জরিত হতে থাকে, তখন মনে হয়, বিশ্বাসই যেন আর নিশ্বাস নিতে পারছে না। সেই বোধ থেকেই বিভিন্ন সময়ে প্রকাশিত লেখাগুলোর সংকলন বইটি।
তিনি আরো বলেন, মিডিয়াতে আমার শুরুটাই লেখালেখি দিয়ে। আর সেটা সত্তর দশকের শুরু থেকেই। দর্শকদের ভালোবাসার কারণে ইত্যাদিকে নিয়ে বেশির ভাগ সময় ব্যস্ত থাকতে হয়, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও সবসময় লিখতে পারি না। কারণ গত ৩০ বছর ধরেই আমাকে একটা সিডিউল মেনে চলতে হচ্ছে। আর সেই সিডিউলটা আমার হাতে নয়, টিভির হাতে। একটি নির্দিষ্ট তারিখে ইত্যাদি প্রচার হয় বলে আমাকে সেই তারিখের পূর্বে অনুষ্ঠানটি নির্মাণ করে জমা দিতে হয়। তবে যতই ব্যস্ত থাকি না কেন মনের ক্ষুধার তাড়নায় চেষ্টা করি সংখ্যায় বেশি না হলেও বছরে অন্ততঃ একটি হলেও বই প্রকাশ করতে। আর এভাবেই এ পর্যন্ত ৩০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
হানিফ সংকেতের লেখা জনপ্রিয় বইগুলোর মধ্যে রয়েছে, ‘শ্রদ্ধেয় রাজধানী, নিয়মিত অনিয়ম, কষ্ট, চৌচাপটে, এপিঠ ওপিঠ, ধন্যবাদ, অকাণ্ড কাণ্ড, খবরে প্রকাশ, ফুলের মতো পবিত্র..., প্রতি ও ইতি, আটখানার পাটখানা, বিনীত নিবেদন, হামানদিস্তা, রঙ্গ বিরঙ্গ, কিংকর্তব্যবিমূঢ়,গণ্য মান্য সামান্য।’