কবি :হাফিজ রহমান
বসন্ত বিলাস
(১)
বসন্ত এসে গেছে, টের পাই রোদের ঝাঁজে
হঠাৎ উতলা কুহুরব ঝড় তোলে মনে।
নিঃসঙ্গ বাউল যায় গলা ছেড়ে গেয়ে দূরে, আরও দূরে-
সবুজ প্রকৃতি যেন গৈরিক আঁচল।
বসন্ত এসে গেছে, বুকের মাঝে সেই হুহু
দিনমান বেজে চলে ধূসর পথের বাঁকে
কোন এক উদাস পবন...
(২)
আমার বসন্ত সখা ফাগুনের রঙে রাঙানো
একগুচ্ছ বিবর্ণমুখ যেন ক্ষীণ নদীর জলে
ভেসে যাওয়া চকিত রমণী মুখ,
একদা উদাস কোন বিরহী যুবক
হেসে চলে এলোমেলো সময়ের সাথে
আমি তার মাঝে এমনি করে বয়ে চলি,
গোপনে সংগোপনে ভালবাসি বলি
(৩)
বসন্ত এসে গেলে বাতাসে কাঁপন ওঠে,
রোদের কাঁপনে ওঠে রক্তের দোল
চারিদিকে রব ওঠে জয়বাংলা বোল।
আমার বসন্ত মানে মায়ের এই জন্ম যাপন,
তিলে তিলে গড়ে ওঠা একান্ত আপন
মুখর প্রাণে বাজে চিরচেনা সেই শ্লোগান!
জয়বাংলা রবে ভরে যায় আকাশ সোপান