ড্রেসড : দ্য সিক্রেট লাইফ অব ক্লথস
প্রকাশক: জোনাথন কেপ
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটেনবাসী গবেষক শাহিদা বারির এই বৃহদাকারের বই আদতে পোশাক ও তাঁর সমাজতত্ত্বকে নতুনভাবে বিশ্লেষণ করার প্রচেষ্টা। শিল্পকলা, সাহিত্য, চলচ্চিত্র ও দর্শনের মধ্যে দিয়ে কী করে প্রবাহিত হয় পোশাকের গহিন ভাষা; আর কেমন করেই–বা পোশাক হয়ে ওঠে আমাদের গোপনীয়তা, ভালোবাসা, সহিংস মনোভাব কিংবা স্বাধীনতার প্রতীক—তা বোঝাপড়ার চেষ্টা আছে এই বইয়ে।
বাবু বাংলাদেশ
প্রকাশক: হার্পার কলিন্স
জাপানপ্রবাসী লেখক নুমায়ের চৌধুরী এই উপন্যাসটি লিখতে সময় নিয়েছিলেন ১৫ বছর। কিন্তু যখন তা গ্রন্থাকারে প্রকাশের দ্বারপ্রান্তে, তখনই তিনি অকস্মাৎ এক সড়ক দুর্ঘটনায় প্রয়াত হন। প্রকাশকের মতে, উপন্যাসটি কার্যত ‘মহাকাব্যিক’। এর কাহিনিপ্রবাহে যেমন রয়েছে বাংলাদেশের লোনা পানির জঙ্গলের কথা, তেমনি রয়েছে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের বসতির প্রসঙ্গও। যেন পুরাণ, ইতিহাস ও সত্য মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে।