৪ গুণী পেলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয় পুরস্কার
৪ গুণী পেলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয় পুরস্কার

ছবি : নেট থেকে

ঢাকা : সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাহিত্য পুরস্কার ও আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে চার গুণীকে। আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

সৃজনশীল সাহিত্যে সেলিনা হোসেন ও মননশীল সাহিত্যে প্রাবন্ধিক আবুল মোমেনকে পুরস্কৃত করা হয়েছে। সৃজনশীল ও মননশীল সাহিত্যে পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক লেখককে ১ লাখ টাকা, পুরস্কার প্রদান করা হয়। গতকাল শনিবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। জুরি বোর্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান ও লোকগবেষক শামসুজ্জামান খান। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. রেজাউল করিম, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তৃতা করেন পুরস্কার আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম এ হাকিম।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান