৯ম সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার ২০২৪ পাচ্ছেন কবি সায়েম অনিন্দ্য
৯ম সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার ২০২৪ পাচ্ছেন কবি সায়েম অনিন্দ্য

৯ম 'সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার ২০২৪' এর বিভিন্ন বিভাগে পুরস্কারের জন্য কবিতা বিভাগে  মনোনীত হয়েছেন কবি সায়েম অনিন্দ্য । আগামী বছর, ২০২৫ সালের প্রথমার্ধে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারের জন্য মনোনীত সম্মানিত গুণীজনদের হাতে সম্মাননা/পুরস্কার তুলে দেয়া হবে।

উক্ত অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এমনই জানিয়েছেন আয়শা জাহান নূপুর, প্রধান সমন্বয়ক, অনুষ্ঠান আয়োজন কমিটি

সায়েম অনিন্দ্য যার প্রকৃত নাম এম এ সায়েম । বাংলাদেশের প্রখ্যাত লেখক মরহুম সাযযাদ কাদির এর স্নেহধন্য এম এ সায়েম নামটি জনাব কাদিরই সায়েম অনিন্দ্য নামে পরিবর্তন করে দেন ম্যাজিক লণ্ঠন সাহিত্য আড্ডায় ।

নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার পাঁজারদিয়া গ্রামের মাস্টার বাড়িতে জ্ন্ম নেওয়া এই কবি ভাবের সাথে সুন্দর,স্বচ্ছ শব্দ গেঁথে গেঁথে কবিতা লেখেন ।আদর্শে মুক্তবিহঁঙ্গ তিনি ।স্বভাবে স্বাধীনচেতা। পাঁচ ভাই বোনের প্রথম তিনি । পিতা মৃত আব্দুল মালেক পেশায় ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক । মাতা শেফালী পেশায় গৃহীনি । শৈশব থেকেই শিক্ষকতা পেশায় জড়িত সায়েম অনিন্দ্য কয়েক বছর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন । পিতার ইচ্ছায় ২০০৬ সালে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন ।

বর্তমানে তিনি তার উপজেলার বালিয়াপাড়া দক্ষিন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন ।

লেখালেখিঃ তার প্রকাশিত উপন্যাস ও কাব্যগ্রন্থ মিলিয়ে তিনটি । তার সর্বশেষ কবিতা গ্রন্থের নাম " বেনাল ওমের টান " । তার অপ্রকাশিত কাবিতাগ্রন্থঃ ( নিজেকে লুকিয়ে রাখা এ মানুষটি নিজেক পুরোপুরি নিমগ্ন রেখেছেন সাহিত্য সাধনায় । প্রেম ও দ্রোহ তার লেখালেখির প্রধান অনুসঙ্গ ) ১ । মহামিলন ২ । রক্তগোলাপ ও জুলাইয়ের কবিতা ৩। পুরুষকাব্য ৪। ঈশ্বর ও প্রেমিকের সংলাপ ৫। মধুলীনার জন্য পঙক্তিমালা ৬।ঈশ্বর চরিত ৭। হিরামন পাখি ( গান ) ৮। পোড়াবাঙালী ( প্রবন্ধ ) ৯। কোটাকালীন দহন ( উপন্যাস ) ১০ । বাবার জন্য পঙক্তিমালা ১১। কেয়া


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান