‘আমার আমি’ বইয়ের মোড়ক উন্মোচন
‘আমার আমি’ বইয়ের মোড়ক উন্মোচন

তরুণ লেখক সাদাত হোসাইনের সাক্ষাৎকার সংকলন ‘আমার আমি’র মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার মাদারীপুরে অনুষ্ঠিত চার দিনব্যাপী বইমেলার উদ্বোধনী দিনে মোড়ক উন্মোচন করা হয়। সন্ধ্যা ৬টায় শহরের লেকেরপাড়ে অনুষ্ঠিত মেলায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বইটির মোড়ক উন্মোচন করেন।

খান মোহাম্মদ শহীদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র নুরুল আলম বাবু চৌধুরী, ইতিহাস গবেষক ও লেখক ডা. আব্দুল বারি, সাহিত্যিক ও সাংবাদিক ইয়াকুব খান শিশির ও কবি দুলাল সরকার।

একই সময়ে সাহিত্যে বিশেষ অবদান রাখায় ডা. আব্দুল বারিকে সম্মাননা দেওয়া হয়।

এছাড়া তরুণ উদীয়মান সাহিত্যিক সৌম্য সরকারকে দেওয়া হয় মহাকবি আলাওল পদক। ‘আমার আমি’ বইটি সম্পাদনা করেন তরুণ কথাশিল্পী ও সাংবাদিক সালাহ উদ্দিন মাহমুদ।

প্রকাশ করেছে অনুবাদ প্রকাশন। প্রচ্ছদ করেছেন আল নোমান। মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। বইটি রকমারি ডটকমে পাওয়া যাচ্ছে।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান

Error
Whoops, looks like something went wrong.