‘দাগ সাহিত্য পুরস্কার-২০১৮’ পাচ্ছেন যারা
‘দাগ সাহিত্য পুরস্কার-২০১৮’ পাচ্ছেন যারা

সালাহ্ উদ্দিন মাহমুদ, ঢাকা : 

৩য় বারের মতো জাতীয় জাগরণের স্বীকৃতি স্বরুপ ‘দাগ সাহিত্য পুরস্কার-২০১৮’ ঘোষণা হয়েছে।

যারা পেতে যাচ্ছেন, কথাসাহিত্যে আনিসুল হক, কবিতায় আমিনুল ইসলাম, শ্রেষ্ঠ আত্মজীবনীতে ‘ বেদনা আমার জন্ম সহোদর’ গ্রন্থের জন্য ইজাজ আহ্মেদ মিলন, প্রবন্ধে ড.মোহাম্মদ আসাদুজ্জমান চৌধুরী, মানবতার কল্যাণে বিশেষ অবদানের জন্য (সমাজ সেবা) কামরুল হাসান কাজল, ছোটগল্পে নূর কামরুন নাহার এবং তরুণ কবিতায় তুষার কবির এ বছর দাগ সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছেন।

উল্লেখ যে, বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান ও কর্মের ১যুগের মূল্যায়ন করে কথাসাহিত্য, কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, আত্মজীবনী, তরুণ কবি বিভাগে ‘দাগ সাহিত্য পুরস্কার’ প্রদান করা হয় বরাবরই।

সেই সাথে সমাজ, রাস্ট্র, মানুষের কল্যাণে কাজ করার অবদানের জন্য ১টি মাত্র পুরস্কার ‘দাগ পুরস্কার’ প্রদান করা হয় ১জনকে, এ বছর পাচ্ছেন কামরুল হাসান কাজল । একটি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিবছর এ পুরস্কার প্রদান করে আসছে সংগঠনটি।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান