‘নিরুপায় বৃত্ত’ নিয়ে বইমেলায় মিলু শামস
‘নিরুপায় বৃত্ত’ নিয়ে বইমেলায় মিলু শামস

প্রচ্ছদ 

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি মিলু শামসের নতুন কবিতার বই ‘নিরুপায় বৃত্ত’। বইটি প্রকাশ করেছে ‘এবং মানুষ'। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। দাম ১২০ টাকা।

বইটি পাওয়া যাবে জাতীয় সাহিত্য প্রকাশনীর ৬১৭ নম্বর, বাংলা একাডেমি চত্বরে `এবং মানুষ’র ৪৫ নম্বর ও উদীচীর স্টলে।

বইটি সম্পর্কে মিলু শামস জানান, বইয়ের কবিতাগুলোতে সময় এবং জীবনের কথা ফুটে উঠেছে। তার প্রকাশিত প্রবন্ধের বই হচ্ছে- ‘আতঙ্কের পৃথিবীতে এক চক্কর’ (প্রবন্ধ)।

মিলু শামসের কবিতার অন্যতম বৈশিষ্ট্য বক্তব্যের স্পষ্টতা। তিনি জানেন কী বলতে চান। সহজ শব্দ প্রয়োগে তার সাবলীল প্রকাশ পাঠককে তাই অনায়াসে স্পর্শ করে।




সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান