‘মৌনমুখর স্বপ্নগুলো’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
‘মৌনমুখর স্বপ্নগুলো’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

সাহিত্য বার্তা :

‘মৌনমুখর স্বপ্নগুলো’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা
‌‌'কবিতা প্রতিদিন চর্চার বিষয়- যা ধীরে ধীরে পূর্ণতা পায়'

‘কবি ও কবিতা সুন্দরের পূজারী, কবিতা কখনো দ্রোহ কখনো প্রেম, কখনো দুঃখ-বেদনার মূর্তরূপ ধারণা করে কবির মাধ্যমে পাঠকের কাছে পৌঁছে যায়। যুগে যুগে কবিরা নানা ভাষায়, নানা বর্ণনায় মানুষকে কবিতার মাধ্যমে আনন্দ দিয়েছেন, হাসিয়েছেন, কাঁদিয়েছেন। আবার কখনো কখনো মানুষকে শৃঙ্খলা-মুক্তির গান শুনিয়েছেন। আর কবিতা হলো প্রতিদিন চর্চার বিষয়- যা ধীরে ধীরে পূর্ণতা লাভ করে।’
গত ৫ ডিসেম্বর বিকেল পাঁচটায় চট্টগ্রাম আবির প্রকাশন-এর ধারাবাহিক প্রকাশনা কবিতা সংকলন সঞ্চয় কুমার দাশ সম্পাদিত ‘মৌনমুখর স্বপ্নগুলো’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। গ্রন্থটির প্রকাশক আবির প্রকাশন-এর কর্ণধার মুহম্মদ নুরুল আবসার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকাশনা উদ্যাপন পরিষদ’র আহ্বায়ক শান্তি পদ বৈদ্য। সদস্য সচিব রমজান আলী মামুন ও দিলরুবা খানম’র যৌথ উপস্থাপনায় আলোচনা করেন- কবি স্বপন দত্ত, কবি রাশেদ রউফ, ড. আজাদ বুলবুল, শিক্ষাবিদ শামসুদ্দীন শিশির, শিশুসাহিত্যিক এমরান চৌধুরী। অনুভূতি প্রকাশ করেন গ্রন্থটির সম্পাদক সঞ্চয় কুমার দাশ। আলোচনার ফাঁকে ফাঁকে কবিকণ্ঠে কবিতা পাঠ করেন কবি তাপস চক্রবর্তী, সাঈদুল আরেফীন, রমজান আলী মামুন, ফারুক হাসান, জসীম উদ্দীন চৌধুরী, শাহানারা বেগম, জান্নাতুল ফেরদৌস সোনিয়া, রাসু বড়ুয়া, শুভ্রময় বড়ুয়া, নাসির হোসাইন জীবন, আসিফ ইকবাল প্রমুখ। আলোচনার এক পর্যায়ে উপস্থিত অতিথিরা গ্রন্থটির পাঠ উন্মোচন করেন। সবশেষে সঞ্চয় কুমার দাশ এর ৫৯ তম জন্ম উৎসব পালন করা হয় নানা আয়োজনে।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান