‘শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ’ বইয়ের পাঠ উম্মোচন
‘শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ’ বইয়ের পাঠ উম্মোচন

সরকারের উন্নয়ন বিষয়ক বই ‘শেখ হাসিনা ও ঘুরে দাড়ানোর বাংলাদেশ’ বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে।

শুক্রবার (১২ অক্টোবর) পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে এই বইয়ের মোড়ক উম্মোচন করেন জাতীয় সংসদের চিফ হুইপ আ. স. ম ফিরোজ।

আ.স.ম ফিরোজ বলেন, বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও তৃণমুলে জনগণের উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের উন্নয়ন আজ বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত। বিশ্ব ব্যাংকের মানবসম্পদ সুচকে ভারত ও পাকিস্তানের তুলনায় মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ এগিয়ে আছে। বর্তমান সরকারের উন্নয়ন বিশ্বে এখন রোল মডেল।

তিনি দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার সরকারকে পূনরায় নির্বাচিত করার আহবান জানান।

সভায় বইয়ের লেখক শামীম আহমেদ বক্তব্য রাখেন।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান