‘হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন রিজিয়া ও রুমি
‘হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন রিজিয়া ও রুমি

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে পাক্ষিক পত্রিকা অন্যদিন প্রবর্তিত ‘হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন রিজিয়া রহমান ও ফাতিমা রুমি।

শনিবার জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাকক্ষে সোয়া ৪টার দিকে এই পুরস্কার ঘোষণা করা হয়।

মূলত কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য একজন প্রবীণ ও একজন তরুণ কথাসাহিত্যিককে এ পুরস্কার দেয়া হয়।

‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০১৮’ এর জন্য মনোনীত হয়েছেন রিজিয়া রহমান। তরুণ ও নবীন বিভাগে পাচ্ছেন সাঝবেলার লেখক ফাতিমা রুমি।

পুরস্কার হিসেবে তারা পাবেন যথাক্রমে পাঁচ লাখ ও এক লাখ টাকার অর্থ পুরস্কার। এ ছাড়া ক্রেস্ট ও সনদ দেয়া হবে।

রিজিয়া রহমান ১৯৩৯ সালের ২৮ ডিসেম্বর কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণ করেন তিনি।

এদেশের মাটি ও মানুষের প্রতি দায়বদ্ধ এক কথা সাহিত্যিক রিজিয়া রহমান। তার গল্প উপন্যাসে এদেশের মানুষের সংগ্রাম মূর্ত হয়ে উঠে। কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি এ পুরস্কার পাচ্ছেন।

এ সময়ের প্রতিশ্রুতিশীল কথাসাহিত্যিক ফাতিমা রুমি। ১৯৮৪ সালে সিরাজগঞ্জ জেলায় তিনি জন্মগ্রহণ করেন। ইডেন কলেজ থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।



সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান