কবিতা অবলম্বনে গান " আসছে সুমন-সংগীতা'র কন্ঠে
কবিতা অবলম্বনে গান " আসছে সুমন-সংগীতা'র কন্ঠে

সাহিত্যবার্তা: বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত নিয়মিত সংগীত শিল্পী ও সংগীত শিক্ষক সুমন হাফিজ গান গাওয়া ও শেখানোর পাশাপাশি লেখালিখি ও সুরারোপ করেন। তার কথা ও সুরে ইতোমধ্যে কিছু গান রেকর্ড হয়েছে বিভিন্ন শিল্পীর কন্ঠে। নিজেও তিনি গেয়ে চলেছেন নতুন নতুন গান। শ্রোতাদের জন্য তার এবারের চমক হলো, কবিতা অবলম্বনে গান।


এ প্রসঙ্গে শিল্পী সুমন হাফিজ জানান, 'অরণ্যক বসু'র "মনে থাকবে" কবিতাটির আবৃত্তি শুনতে শুনতে হঠাৎ একটি নতুন গান তৈরীর কথা মনে ভেসে আসলো। কবিতাটির থিম ব্যবহার করে লিখলাম 'চলনা ঐ দীঘি পাড়ে' গানটি। গানটির কথা হলো: চলনা ঐ দিঘী পাড়ে, তুমি আমি বিজনে। বসে কিছু গল্প, কিছু কথা হবে। একটি দুটি তারা খসে পড়বে। পূর্ণিমা চাঁদ রবে, ঐ গগন পানে। অনেক কথা ছিল আমার, এ জনমে হয়নি সময় বলার। পরের জনমের ভালবাসার মানুষ হবো যতনে। এ জনমের যত অসংগত, ঘুঁচিয়ে দেব দুরত্ব শত। না বলা শব্দ বলবো সেদিন শুদ্ধতার এ প্রাণে।'

ওপার বাংলার প্রখ্যাত কন্ঠশিল্পী সংগীতা বসু রায়। তিনিও যথারীতি বেতার ও টেলিভশন শিল্পী। চমৎকার গেয়ে থাকেন নজরুল সংগীত, গজল ও আধুনিক গান। মঞ্চেও তিনি সমান পারদর্শী। তাঁর সাথে ফেসবুকে দীর্ঘদিনের পরিচয় শিল্পী সুমন হাফিজের। সংগীতের বন্ধু হিসেবে প্রসঙ্গ কথন হলে দুজনে একটি গান ডুয়েট গাওয়ার বিষয়ে আলাপচারিতা হয়। এটিই সেই গান। গানটির সংগীত আয়োজন করছেন কলকাতার স্বনামধন্য সংগীত পরিচালক রানা সরকার। আগামী ইদ উপলক্ষে গানটি ইউটিউবে লিরিক্যাল ভিডিও ফরম্যাটে পাওয়া যাবে বলে শিল্পী জানান।

শিল্পী সুমন হাফিজ আরো জানান, 'এটি একটি মেলডিয়াস আধুনিক গান। কলকাতার ভাইব্রেশন স্টুডিও'তে রেকর্ড সম্পন্ন হয়েছে এবং অন্যান্য কাজ চলমান রয়েছে। যদিও সকল শ্রোতার সংগীত শ্রবণের স্বাদ এক রকম নয়, তবুও আশা করি গানটি সকল মহলের শ্রোতাদের ভাল লাগবে। আসন্ন ইদ-উল-আযহা'তে ক্রিয়েটিভ ক্রিয়েশন প্রডাকশন গানটি প্রকাশ করবে।'


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান