বাল্য বিয়ে- আজিজ আহমেদ
বাল্য বিয়ে-  আজিজ আহমেদ

পুতুল খেলা শেষ না হতেই
হয়ে গেল বিয়ে
দায় মুক্ত হলেন পিতা
যৌতুক- ইনাম দিয়ে ।


কানুনের ভয় নেই কারো
ধর্মকে করে অন্ধ
কাজী হুজুর সবই জানে
কেউ করেনা বন্ধ ।


ঝড়ে গেল একটি গোলাপ
কেউকি রাখে খবর
আঁকা সকল স্বপ্নের আজি
রচিত হল কবর ।


ভেঙ্গে যাবে স্বপ্ন সংসার
ভেঙ্গে যাবে স্বাস্থ্য
দুর্বল শিশুর জন্ম হবে
সূর্য যাবে অস্ত ।


দিনে দিনে বাড়ছে মানুষ
বাড়ছে দেশে চাপ
বাল্য বিয়ে জাতীর জন্য
বড়ই অভিশাপ ।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান