সাদা-কালো - এ কে এম আব্দুল্লাহ
সাদা-কালো স্ক্রিন থেকে নেমে এলে কিছু সরলতা ; আমাদের মন ভাবুক হয়ে ওঠে। আমাদের আইটিউনে ডাউনলোড হতে থাকে পল্লিগীতিসুর। আর পুব আকাশ থেকে নেমে এলে আমাদের একান্ত গল্প ; আমরা সেই গল্পগুলো সাজিয়ে রাখি ডাইনিং টেবিলে।
এসব দৃশ্য দ্যেখে আমাদের কনফিউজড সন্তানদের চোখ জ্বল জ্বল করে ওঠে।আর আমরা হাতের তালুতে —বন্ধ সদর দরজা খুলে দিই। তারা অনায়াসে ছড়িয়ে পড়ে ওয়েভ-তরঙে।
আমরা হাতের চারপাশে বসে থাকি। আমাদের ঘিরে রাখে অদ্ভুত আঙুলসমুহ। এরপর সময়ের জীপ খুলে আমরা ভেতরে ঢুকে পড়লে— আমাদের চোখে ভাসে ডেস্কটপের বারান্দা।যেখানে অকেজো পেনড্রাইভ- এর মতো— পড়ে আছে কিছু প্রাক্তন সময়।