সকাল রয় এর দুটি কবিতা
  সকাল রয় এর দুটি কবিতা


অসম্ভবের হাত ধরে

অসম্ভবের হাত ধরে টানি

উঠে আসে মৃতফুল,

            হারানো শব্দ,

                        অচল নৃত্য

উঠে আসে না ঘৃতকাঞ্চন কিংবা একজন প্রমিলা

 

পকেট ভরতি চন্দ্ররাজ মুদ্রা নিয়েও-

ক্রয় করতে পারি না কান্নাশহর

দেয়ালের টিকটিকি বিদ্রুপ করে অষ্টপ্রহর

জানালায় জমা কথার¯‘প আরও একবার শাসিয়ে যায়

ক্যালেন্ডারে ঝুলে থাকে অক্ষমতা

 

অসম্ভবের হাত ধরে

হেরে যাই অসম্ভবের কাছে

 

 

রাষ্ট্রের ধিঙ্গিপনা

একটা শব্দহারা শহরের অলিগলি ধরে রোজ হেঁটে যাই

সেখানে অক্ষমতা আর আন্দোলন নিয়ে-

                        ধানাইপানাই হয়

প্রতিবাদী শিখায় অন্ধকার বুনতে

কাদুনেগ্যাস আর লাঠিপেটার মহড়া চলে

দেয়ালগুলো পোস্টারে ছেঁয়ে যায়

কারও বা রক্তের দাগ মৃত্তিকার রঙ নেয়

তবুও রাষ্ট্র তার ধিঙ্গিপনা থামায় না

 

হাসে রাষ্ট্রদেবতা, শহরজুড়ে বরফবৃষ্টি নামে

জমে যেতে থাকে এই উপাশ্রয়

 

 

 


  কবি -  সকাল রয়


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান