ছোট্ট শিশু রবি
ছড়া ছবি গল্প গীতি
কব্য লিখে কবি
জোড়াসাঁকো জন্মেছিল
ছোট্ট শিশু রবি।
.
ঠাকুর বাড়ির গর্ব রবি
মায়ের দেয়া নাম
রবীর গুণে ধন্য হল
বাংলা ভাষার সুনাম।
.
গীতাঞ্জলি লিখে কবি
বিশ্বজয়ী হলো
বিবেক জোড়া রবীন্দ্রনাথ
হৃদয়ে ভরে তোল।
নদীর মাঝে দুলে ওঠে
.
নদীর মাঝে দুলে ওঠে ভাঁটির টানে ঢেউ
চরের বনে ফুল ফুটেছে দেখবি নাকি কেউ।
ওপার যেতে খেয়ার নায়ে দুলবি সরাক্ষণ
তীরে আছে তাল সুপারি হিজল গাছের বন।
পায়রা নদী সাগর তো নয় শান্ত চলা মেয়ে
ওপার জলে নেচে বেড়ায় দেখবি তাকে যেয়ে।
জেলে পাড়ার লৌকোগুলো মাঝ নদীতে থাকে
জাল তুললে ওঠে ইলিশ তপসে ঝাঁকে ঝাঁকে।
আঁধার হলে জ্বলে-নেভে তারার মতো বাতি
ওপার চরে আছে এমান জোনাক জ্বলা রাতি।
ফুরফুরিয়ে হাওয়ায় দোলে নদীর তীরে কাশ
ডানামেলে বক উড়ে যায় সাঁতার কাটে হাঁস।
-
গুটায় নিজের—তল্পিতো
.
স্কুল অফিস বাইরে যাওয়া, বন্ধ
সবই—বলছি তো!
সুযোগ বুঝে আমলা নেতা গুটায়
নিজের—তল্পিতো।
.
পোষা পাখি, বন্দি কবুতর ঘরে—
করে, বাক-বাকুম
ভাইরাস নাকি কল্পিত বোমা, আর
কতো ঘরে থাকুম?
ক্ষেতে মাঠে পাকা ধান
.
ক্ষেতে মাঠে পাকা ধান
দেখে মন ভরে
ধান কেটে মুটে চাষা
তুলে আনে ঘরে।
মাঠে মাঠে ধান কাটা
শেষ হলে পরে
ছেলে মেয়ে খেলা করে
লুটোপুটি খড়ে।
নায়ে বসে ভাটিয়ালি
মাঝি গান ধরে
ওড়ে পাখি ডানা মেলে
জেগে ওঠা চরে।
ছুটছে ঝড়ো বারুদ গোলা
.
ছুটছে ঝড়ো বারুদ গোলা
ভাঙছে মনোবল
হুড়োহুড়ি ফুলের বনে
শুধুই কোলাহল।
জুঁই চামেলী দোলন চাঁপা
দোলে তুমুল হাওয়ায়
হাতির মতো বিশ্বটাকে
কোভিড ঝড়ে ধাওয়ায়।
আসতো ফুলের প্রজাপতি
বসতো কাঁঠালচাঁপায়
ভাঙতে আসা বাগান যেনো
দমকা হাওয়া না-পায়।